Advertisement
E-Paper

চুমুতে না সলমনের!

বছর ২৬ আগে ম্যায়নে প্যার কিয়া-র হাত ধরে রুপোলি পর্দায় প্রেমের আবির্ভাব। কত তরুণীর হৃদয়ে তখন ঝড়। সেই তরুণীরা আজ প্রায় বিগত যৌবনা। কন্সট্যান্ট রয়ে গেছে পর্দার প্রেম থুরি সলমন খানের ম্যাজিক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৫ ১৮:১২

বছর ২৬ আগে ম্যায়নে প্যার কিয়া-র হাত ধরে রুপোলি পর্দায় প্রেমের আবির্ভাব। কত তরুণীর হৃদয়ে তখন ঝড়। সেই তরুণীরা আজ প্রায় বিগত যৌবনা। কন্সট্যান্ট রয়ে গেছে পর্দার প্রেম থুরি সলমন খানের ম্যাজিক। ’৮৯ সালে যারা জন্মায়ওনি সেই তারাই ২০১৫-র ‘প্রেম রতন ধন পায়ো’-র সলমনের প্রেমে একই রকম মজে। হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে তাঁর কেমিস্ট্রি কিন্তু একই রকম ইনট্যাক্ট। ব্যক্তিগত জীবনেও তাঁর তূরীয় রোমান্স সবসময়ই পেজ থ্রির শিরোনামে। বলিউডি রোমান্টিসিজমকে যে সলমন নয়া এক দিগন্ত উপহার দিয়েছেন, তিনিই এ বার বললেন অনস্ক্রিন চুমুতে নাকি তাঁর বেজায় অস্বস্তি। তাঁর মতে অনস্ক্রিন চুমুর এখনও তেমন দরকার নেই।

‘আমার এ বিষয়ে বেজায় অস্বস্তি আছে। আমি লাজুক নই। কিন্তু, আমার ব্যাপারটা পছন্দ নয়। পর্দায় চুমু খাওয়ার খুব একটা দরকার আছে বলে মনেই হয়নি কোনও দিন। যে দিন দরকার হবে সে দিন ভাবা যাবে।’ স্বীকারোক্তি বজরঙ্গী ভাইজানের।

হটস্টারের অরিজিনাল শো ‘এম বোলে তো’ মনে খুলে নিজের ব্যক্তিগত জীবনের কথা আলোচনা করেছেন বজরঙ্গী ভাইজান। কথা বলেছেন তাঁর পরিবার, ফার্স্ট ক্রাশ, ফ্যান মেল নিয়ে।

কদিন বাদেই সোনম কপূরের সঙ্গে জুটি বেঁধে সলমনের নতুন ছবি প্রেক্ষাগৃহ মাতাতে আসছে। তার আগে নয়া ছবির জোর প্রচারে ব্যস্ত এই বি টাউন সুপার স্টার।



salman khan, sonam kapoor, prem ratan dhan payo, maine pyaar kiya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy