Look latest pictures of Tunisha Sharma the daughter from Vidya Balan’s Kahaani 2 dgtl
Entertainment News
‘কাহানি টু’তে বিদ্যার মেয়ে মিনি এখন কেমন দেখতে হয়েছে জানেন?
‘কাহানি’র পর ‘কাহানি টু’-তেও অভিনয়ে নজর কেড়েছিলেন বিদ্যা বালন। কিন্তু ‘কাহানি টু’-তে বিদ্যার সঙ্গে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন আরেকজন অভিনেত্রীও। হ্যাঁ, ঠিকই ধরেছেন। গ্যালারির পাতায় দেখে নিন ‘মিনি দিওয়ান’-এর বর্তমান লুক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৩:৫১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
‘কাহানি’র পর ‘কাহানি টু’-তেও অভিনয়ে নজর কেড়েছিলেন বিদ্যা বালন। কিন্তু ‘কাহানি টু’-তে বিদ্যার সঙ্গে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন আরেকজন অভিনেত্রীও। হ্যাঁ, ঠিকই ধরেছেন। গ্যালারির পাতায় দেখে নিন ‘মিনি দিওয়ান’-এর বর্তমান লুক।
০২০৭
‘কাহানি টু’-তে বিদ্যা বালনের মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী তানিশা শর্মাকে। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল মিনি দিওয়ান।
০৩০৭
তবে শুধু ‘কাহানি টু’ নয়, তানিশা বলিউডের আরও দু’টি ছবিতে অভিনয় করেছেন। ২০১৬-তে ‘ফিতুর’ ও ‘বার বার দেখো’ ছবিতে ক্যাটরিনা কইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তানিশা।
০৪০৭
গত ৯ জানুয়ারি সবে ষোলো বছর পূর্ণ করেছেন তানিশা। তবে অভিনয় এবং গ্ল্যামারে ইতিমধ্যেই নজর কেড়েছেন অভিনেত্রী। বলিউডে অনেকেই তাঁর লুকের সঙ্গে ক্যাটরিনার চেহারার মিল পান।
০৫০৭
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ইতিমধ্যেই আড়াই লক্ষের গণ্ডি পার করেছে।
০৬০৭
তানিশার কেরিয়ারের শুরু অবশ্য টেলিভিশন দিয়ে। ২০১৪ থেকে ‘মহারানা প্রতাপ’, ‘চক্রবর্তী অশোকা সম্রাট’ ধারাবাহিকে অভিনয়ে নজর কেড়েছেন তানিশা।
০৭০৭
খুব শীঘ্রই বলিউডের আরেকটি ছবিতে অভিনয় করতে চলেছেন তানিশা। পরিচালক শ্যামল কে মিশ্রর ‘কৃণা’ ছবিতে দেখা যাবে তানিশাকে। এটি একটি থ্রিলার ছবি।