Advertisement
E-Paper

ম্যায় হুঁ না-র সিক্যুয়েলে কি ব্রিটিশ গায়ক জায়েন

ভারতীয় বংশোদ্ভূত বিদেশি অভিনেতাদের বরাবরই সাদরে বরণ করেছে বলিউড। ক্যাটরিনা কইফ তার অন্যতম উদাহরণ। আবার পাক বংশোদ্ভূত নার্গিস ফকরিও বলিউডে আলাদা জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতায়। এ বার সেই তালিকায় নতুন সংযোজন হতে পারেন বছর বাইশের ব্রিটিশ গায়ক জায়েন মালিক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০১৫ ১৭:৫৭

ভারতীয় বংশোদ্ভূত বিদেশি অভিনেতাদের বরাবরই সাদরে বরণ করেছে বলিউড। ক্যাটরিনা কইফ তার অন্যতম উদাহরণ। আবার পাক বংশোদ্ভূত নার্গিস ফকরিও বলিউডে আলাদা জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতায়। এ বার সেই তালিকায় নতুন সংযোজন হতে পারেন বছর বাইশের ব্রিটিশ গায়ক জায়েন মালিক। ফারহা খান পরিচালিত ‘ম্যায় হুঁ না-২’ দিয়েই হিন্দি ফিল্মে এই তরুণ অভিনেতার হাতেখড়ি হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও ছবিতে অন্য কোন অভিনেতারা থাকবেন তা এখনও ঠিক করেননি পরিচালক।

জল্পনার সূচনা টুইটারে। গত ৭ মে জায়েন টুইট করেন, ‘ম্যায় হুঁ না দারুণ ছবি, আর নামটিও উপযুক্ত।’ জবাবি টুইটে ফারহা জানান, ‘ধন্যবাদ জায়ান। পার্ট টু-তে তুমি নিশ্চয়ই থাকবে।’ ফারহা যে ‘ম্যায় হুঁ না’-র সিক্যুয়েল ত‌ৈরি করবেন তা তিনি আগেই জানিয়েছিলেন। তবে সেখানে জায়ানের উপস্থিতি নিয়ে আলাদা করে কিছু জানাননি তিনি।

ব্রিটেনের টেলিভিশন শো ‘এক্স ফ্যাক্টর’-এ সুযোগ পাওয়ার জন্য ‘ওয়ান ডায়রেকশন’ নামে একটি ব্যান্ড তৈরি করে জায়েন। তাঁর সঙ্গে অন্য চার অংশগ্রহণকারী ছিলেন। ২০১০ থেকে ২০১৫-র মার্চ পর্যন্ত সেই ব্যান্ডের চারটি অ্যালবাম বেশ কিছু পুরস্কারও এনে দেয় তাঁকে। কিন্তু, এর পরেই জায়েন ব্যান্ড ছাড়েন। তবে ফিল্মে ‘এন্ট্রি’র জন্য মুম্বইয়ের মতো প্ল্যাটফর্ম আর কি বা হতে পারে! তাই ফারহার ‘ডাক’ তিনি অগ্রাহ্য করতে পারবেন না বোধহয়! ‘ম্যায় হুঁ না’-তে শাহরুখ-সুস্মিতার অন স্ক্রিন কেমিস্ট্রির পর এ বার তার সিক্যুয়েলে জায়েনের ‘ক্যারিশ্মা’ কি বক্স অফিসের হিসেব বদলে দেবে?

Zayn Malik Shah Rukh Khan Farah Khan Susmita Sen Bindu Boman Irani main hoon na
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy