Meet Arushi Nishank, daughter of Union Minister Ramesh Pokhriyal ,ready to debut in Bollywood
URL Copied
বিনোদন
বাবা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, বলিউডে আসছেন আরুশি নিশঙ্ক
নিজস্ব প্রতিবেদন
১০ মার্চ ২০২১ ১৫:১৯
Advertisement
১ / ১৫
‘তারিণী’। সম্প্রতি এই ছবির পোস্টার মুক্তি পেয়েছে। আর পাঁচটা বলিউডি ফিল্মের সঙ্গে এক বিশেষ জায়গায় এর পার্থক্য রয়েছে। এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সম্পূর্ণ নতুন মুখ। নাম আরুশি নিশঙ্ক। বলিউডে অভিষেক করতে চলা এই আরুশি কে জানেন?
২ / ১৫
আরুশি এক জন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী এবং পরিবেশবিদ। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে।
Advertisement
Advertisement
৩ / ১৫
তিনি কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কের মেয়ে। রমেশ উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
৪ / ১৫
১৭ সেপ্টেম্বর ১৯৮৬ সালে উত্তরাখণ্ডে জন্ম আরুশির। ছোট থেকেই নাচের প্রতি তাঁর তীব্র আসক্তি ছিল।
Advertisement
৫ / ১৫
ছোট থেকেই তিনি পণ্ডিত বীরজু মহারাজের কাছে নাচ শিখেছেন। বেশ কিছু নৃত্য পরিচালনাও করেছেন তিনি।
৬ / ১৫
পড়াশোনাতেও বরাবরই মেধাবী আরুশি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন থেকে ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তর করেছেন তিনি।
৭ / ১৫
২০১৫ সালে অভিনব পন্থের সঙ্গে বিয়ে হয় তাঁর। আরুশি দেহরাদূনের হিমালয় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চেয়ারপার্সনও।
৮ / ১৫
আরুশির আর এক বোন শ্রেয়সী নিশঙ্ক ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। তিনি উত্তরাখণ্ডের সেনা হাসপাতালের চিকিৎসক।
৯ / ১৫
এ ছাড়াও গঙ্গা নিয়ে সচেতনতা তৈরি করতে ‘স্পর্শ গঙ্গা’ প্রচার প্রকল্পের সঙ্গে যুক্ত হন আরুশি। ২০০৯ সাল থেকেই এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
১০ / ১৫
২০১৯ সালে নয়াদিল্লি এবং ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মহিলা ক্ষমতায়ন কর্মসূচির প্রধান অতিথি ছিলেন তিনি।
১১ / ১৫
এ বার অন্য এক ভূমিকায় দেখা যাবে আরুশিকে। ‘তারিণী’ছবি দিয়ে বলিউডে আসতে চলেছেন ৩৪ বছরের আরুশি।
১২ / ১৫
এর আগে একটি আঞ্চলিক ছবি প্রযোজনা করেছিলেন তিনি। ছবির নাম ছিল ‘মেজর নিরালা’।
১৩ / ১৫
তাঁর বাবা রমেশের লেখা একটি উপন্যাসের উপর ভিত্তি করেই ছবিটি তৈরি হয়েছিল।
১৪ / ১৫
‘তারিণী’ ছবিটি মূলত ৬ জন মহিলা নৌসেনা অফিসারকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সমস্ত বাধা পেরিয়ে কী ভাবে ওই ৬ অফিসার ইতিহাস রচনা করবেন তা নিয়েই এগবে চিত্রনাট্য।
১৫ / ১৫
এর আগে বলিউডে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি সুপ্রিমো রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান। কিন্তু সে ভাবে দাগ কাটতে পারেননি। আরুশি কী করেন সেটাই দেখার।