Meet Kiara Advani, the controversial actress of Lust Stories dgtl
Kiara Advani
‘লাস্ট স্টোরিজ’ অভিনেত্রী কিয়ারা আডবাণীকে চেনেন?
কর্ণ জোহরের শর্ট ফিল্ম ‘লাস্ট স্টোরিজ’-এ স্বমেহনের দৃশ্যে অভিনয় করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। কে এই কিয়ারা আডবাণী? জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ১৫:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
কর্ণ জোহরের শর্ট ফিল্ম ‘লাস্ট স্টোরিজ’-এ স্বমেহনের দৃশ্যে অভিনয় করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। তবে, যাবতীয় বিতর্ক এবং সমালোচনাকে বেশ সাহসের সঙ্গেই সামলেছেন তিনি। কে এই কিয়ারা আডবাণী? জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।
০২০৮
কিয়ারার আসল নাম আলিয়া। জন্ম মুম্বইয়ের এক সিন্ধি পরিবারে। কিয়ারার বাবা জগদীপ আডবাণী একজন ব্যবসায়ী।
০৩০৮
মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন কোনন স্কুল থেকে পড়া শেষ করে, জয় হিন্দ কলেজ থেকে মাস কমিউনিকেশনে স্নাতক করেছেন কিয়ারা। অবসরে পছন্দ করেন আমেরিকান টিভি সিরিজ দেখতে।
০৪০৮
বলিউডে কিয়ারার ডেবিউ ছবি কবীর সদানন্দর কমেডি ড্রামা ‘ফাগলি’। কিয়ারা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন মোহিত মারওয়া, বিজেন্দ্র সিংহ, আরফি লাম্বা এবং জিমি শেরগিল।
০৫০৮
হিন্দি ছবি ছাড়াও দু’টি তেলুগু ছবিতে মহেশ বাবু এবং রাম চরণের বিপরীতে দেখা গিয়েছে কিয়ারাকে। দু’টি ছবিই বক্স অফিসে ভাল ব্যবসা করেছে।
০৬০৮
ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে ধোনির স্ত্রী সাক্ষীর ভূমিকায় দেখা গিয়েছে কিয়ারাকে। ২০১৭ সালে থ্রিলার ছবি ‘মেশিন’-এও নজর কেড়েছিলেন কিয়ারা।
০৭০৮
হালে কর্ণ জোহরের ‘লাস্ট স্টোরিজ’-এ একটি ‘বিতর্কিত’ দৃশ্যে অভিনয় করেন কিয়ারা। জোয়া আখতার, কর্ণ জোহর, অনুরাগ কাশ্যপ এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় চারটি শর্ট ফিল্মের সমন্বয় ‘লাস্ট স্টোরিজ’। ছবিটিতে স্বমেহনের একটি দৃশ্যে অভিনয় করেছেন কিয়ারা। যাবতীয় বিতর্কের শুরু সেখান থেকেই।
০৮০৮
তুমুল বিতর্কের মুখেও অভিনেত্রী জানিয়েছেন, চরিত্রের প্রয়োজনে যে কোনও দৃশ্যেই সমান সাবলীল তিনি। আগামী বছর অভিষেক বর্মনের নির্দেশনা এবং কর্ণ জোহরের পরিচালনায় ‘কলঙ্ক’ ছবির একটি গানে স্পেশাল পারফরম্যান্স করতে দেখা যাবে কিয়ারাকে।