Advertisement
১০ ডিসেম্বর ২০২৪
Photogallery

চলতি বছরে মা হতে চলেছেন এই সেলেবরা

‘স্টার কিড’ দের নিয়ে চর্চা সর্বত্র। শাহরুখ পুত্র আব্রাম থেকে শুরু করে পটৌডি খানদানের তৈমুর সকলকে নিয়েই হৈ চৈ চলছে সমান তালে। শাহিদ কপূরের কন্যা মিশাও এখন সেলিব্রিটি। চলতি বছরে মা হতে চলেছেন আরও এক ঝাঁক তারকা। তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি থেকে টেনিস তারকা সেরেনা উইলিয়মস এবং আরও অনেকে। এক নজরে দেখে নেওয়া ২০১৭ সালে আর কোন কোন তারকা মা হতে চলেছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ১১:৩৫
Share: Save:
০১ ০৬
সোহা আলি খান - অন্তঃসত্ত্বা অবস্থায় সোহা আলি খান যোগ করছেন, সেই ছবিটা বোধহয় সকলেরই মনে আছে। বেবি বাম্প নিয়ে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে সোহা তাঁর ভক্তদের মন জিতে নিয়েছেন। স্বামী কুণাল খেমুই সর্বপ্রথম স্ত্রী সোহার প্রেগনেন্সির খবর জনসমক্ষে নিয়ে আসেন। কুণালই তখন বলেছিলেন, ‘এই বছরের শেষেই আমরা আমাদের জয়েন্ট প্রোডাকশন নিয়ে হাজির হব।’

সোহা আলি খান - অন্তঃসত্ত্বা অবস্থায় সোহা আলি খান যোগ করছেন, সেই ছবিটা বোধহয় সকলেরই মনে আছে। বেবি বাম্প নিয়ে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে সোহা তাঁর ভক্তদের মন জিতে নিয়েছেন। স্বামী কুণাল খেমুই সর্বপ্রথম স্ত্রী সোহার প্রেগনেন্সির খবর জনসমক্ষে নিয়ে আসেন। কুণালই তখন বলেছিলেন, ‘এই বছরের শেষেই আমরা আমাদের জয়েন্ট প্রোডাকশন নিয়ে হাজির হব।’

০২ ০৬
এষা দেওল-ছোট বোন অহনার পর এই বার পালা দিদি এষার। মা হতে চলেছেন হেমা মালিনীর বড় মেয়ে এষা দেওল। চলতি বছরেরই শেষে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন ব্যবসায়ী ভরত তখতিয়ানি এবং এষা দেওল। ইতিমধ্যে বেবি শাওয়ারও সেরে ফেলেছেন এষা। যে অনুষ্ঠানে হাজির ছিলেন জয়া বচ্চন থেকে বি টাউনের আরও অনেক সেলিব্রিটি। এ ছাড়া অন্তঃসত্ত্বা অবস্থায় সিন্ধি রীতি মেনে আরেকবার ভরত তখতিয়ানিকে বিয়েও করে ফেলেছেল এষা।

এষা দেওল-ছোট বোন অহনার পর এই বার পালা দিদি এষার। মা হতে চলেছেন হেমা মালিনীর বড় মেয়ে এষা দেওল। চলতি বছরেরই শেষে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন ব্যবসায়ী ভরত তখতিয়ানি এবং এষা দেওল। ইতিমধ্যে বেবি শাওয়ারও সেরে ফেলেছেন এষা। যে অনুষ্ঠানে হাজির ছিলেন জয়া বচ্চন থেকে বি টাউনের আরও অনেক সেলিব্রিটি। এ ছাড়া অন্তঃসত্ত্বা অবস্থায় সিন্ধি রীতি মেনে আরেকবার ভরত তখতিয়ানিকে বিয়েও করে ফেলেছেল এষা।

০৩ ০৬
সেলিনা জেটলি-ইতিমধ্যেই পাঁচ বছরের দুই যমজ পুত্র সন্তানের মা সেলিনা জেটলি। ছেলেদের নাম উইন্সটন ও ভিরাজ। আবার মা হতে চলেছেন সেলিনা জেটলি। তবে তাঁর স্বামী পিটার হ্যাগ মনে করেন, সেলিনা আবার যমজ সন্তানদেরই জন্ম দেবেন। পিটার হ্যাগের দাবি, চলতি বছরের অক্টোবর মাসেই মা হবেন সেলিনা। তবে তার আগে সেলিনা যে রকম জিম করছেন ঠিক সেই রকমই বন্ধু এষা দেওলের সঙ্গে আড্ডাও মারছেন চুটিয়ে।

সেলিনা জেটলি-ইতিমধ্যেই পাঁচ বছরের দুই যমজ পুত্র সন্তানের মা সেলিনা জেটলি। ছেলেদের নাম উইন্সটন ও ভিরাজ। আবার মা হতে চলেছেন সেলিনা জেটলি। তবে তাঁর স্বামী পিটার হ্যাগ মনে করেন, সেলিনা আবার যমজ সন্তানদেরই জন্ম দেবেন। পিটার হ্যাগের দাবি, চলতি বছরের অক্টোবর মাসেই মা হবেন সেলিনা। তবে তার আগে সেলিনা যে রকম জিম করছেন ঠিক সেই রকমই বন্ধু এষা দেওলের সঙ্গে আড্ডাও মারছেন চুটিয়ে।

০৪ ০৬
সেরেনা উইলিয়ামস-মা হওয়ার দৌড়ে রয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়মসও। স্ন্যাপচ্যাটে একটি ভিডিওতে সেরেনা জানিয়েছিলেন, তিনি ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা। জানুয়ারিতে সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সময় সেরেনা ছিলেন দুই মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি মিয়ামিতে বেবি শাওয়ার হল সেরেনা উইলিয়ামসের।

সেরেনা উইলিয়ামস-মা হওয়ার দৌড়ে রয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়মসও। স্ন্যাপচ্যাটে একটি ভিডিওতে সেরেনা জানিয়েছিলেন, তিনি ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা। জানুয়ারিতে সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সময় সেরেনা ছিলেন দুই মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি মিয়ামিতে বেবি শাওয়ার হল সেরেনা উইলিয়ামসের।

০৫ ০৬
জেসিকা অ্যালবা-সম্প্রতি ইনস্টাগ্রামে হলিউড অভিনেত্রী জেসিকা আলবা তাঁর প্রেগনেন্সির কথা জানান। তৃতীয় বারের জন্য সন্তানের জন্ম দিতে চলেছেন জেসিকা। সেই ভিডিওতে তিনটি বেলুন হাতে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী জেসিকা অ্যালবা। প্রথম দু’টি বেলুন ধরে তাঁর দুই কন্যা এবং তৃতীয়টি স্বয়ং জেসিকা। সেই তিন নম্বর জায়গা কবে পূরণ হয় সেটাই এখন দেখার।

জেসিকা অ্যালবা-সম্প্রতি ইনস্টাগ্রামে হলিউড অভিনেত্রী জেসিকা আলবা তাঁর প্রেগনেন্সির কথা জানান। তৃতীয় বারের জন্য সন্তানের জন্ম দিতে চলেছেন জেসিকা। সেই ভিডিওতে তিনটি বেলুন হাতে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী জেসিকা অ্যালবা। প্রথম দু’টি বেলুন ধরে তাঁর দুই কন্যা এবং তৃতীয়টি স্বয়ং জেসিকা। সেই তিন নম্বর জায়গা কবে পূরণ হয় সেটাই এখন দেখার।

০৬ ০৬
মিন্ডি ক্যালিং-মা হতে চলেছেন এই কথাটা জনসমক্ষে কখনই বলেননি হলিউড অভিনেত্রী মিন্ডি। তবে ১৭ জুলাই বিশেষ সূত্র মারফত জানা যায় যে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন মিন্ডি ক্যালিং। সম্প্রতি সামনে এসেছে তাঁর বেবি বাম্প নিয়ে ছবি। বেবি বাম্প নিয়ে বেভারলি হিলসে টেলিভিশন ক্রিটিক্স অ্যাসোসিয়েশন প্যানেলে হাজির হয়েছিলেন মিন্ডি ক্যালিং।

মিন্ডি ক্যালিং-মা হতে চলেছেন এই কথাটা জনসমক্ষে কখনই বলেননি হলিউড অভিনেত্রী মিন্ডি। তবে ১৭ জুলাই বিশেষ সূত্র মারফত জানা যায় যে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন মিন্ডি ক্যালিং। সম্প্রতি সামনে এসেছে তাঁর বেবি বাম্প নিয়ে ছবি। বেবি বাম্প নিয়ে বেভারলি হিলসে টেলিভিশন ক্রিটিক্স অ্যাসোসিয়েশন প্যানেলে হাজির হয়েছিলেন মিন্ডি ক্যালিং।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy