Meet Vedaant Madhavan, son of Bollywood actor R Madhavan dgtl
URL Copied
বিনোদন
চ্যাম্পিয়ন সাঁতারু, দেশের হয়ে পদকও জিতেছে এই স্টার কিড
নিজস্ব প্রতিবেদন
কলকাতা ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৬
Advertisement
১ / ১২
মাত্র ১৩ বছর বয়স। এই স্টার কিড একজন চ্যাম্পিয়ন সাঁতারু।
২ / ১২
বলিউডের এই স্টার কিড গত বছর এপ্রিলে তাইল্যান্ডের এজ গ্রপ সুইমিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন দেশের হয়ে।
Advertisement
Advertisement
৩ / ১২
১৫০০ মিটার ফ্রিস্টাইলে এই পদক পেয়েছে ১৩ বছরের বেদান্ত।
৪ / ১২
ছেলে পদক জেতার পরেই তার বাবা পোস্ট করেছিলেন, তাঁর ছেলেকে যেন সবাই আশীর্বাদ করেন। দেশের হয়ে সেটাই ছিল বেদান্তের প্রথম পদক।
Advertisement
৫ / ১২
বেদান্তর মা সারিতা বির্জেও তার ছেলেকে ছোট থেকেই নিজের মনের মতো বড় হতে দিয়েছেন। বাবা বলি তারকা বলে ছেলেকেও যে সিনেমাই করতে হবে, তেমন কোনও চাপ বেদান্তের মধ্যে নেই, জানিয়েছেন সারিতা।
৬ / ১২
পড়াশোনাতেও অত্যন্ত ভাল এই কিশোর। তাঁর বাবা জামশেদপুরে একটি স্কুলে পড়েছেন। বেদান্তকেও ওই স্কুলেই পড়াতে চেয়েছিলেন তিনি। কারণ একেবারে সাধারণ ভাবে আর পাঁচটা বাচ্চার মতোই সন্তানকে মানুষ করতে চেয়েছিলেন বলিউডের এই নায়ক।
৭ / ১২
ছোটবেলা থেকেই বাবার সঙ্গে ছেলের মুখের মিল দেখেই লোকজন বুঝতে পারত বেদান্ত কার ছেলে, এমনটাই জানিয়েছেন সারিতা।
৮ / ১২
তবে সারিতার হাসিটি পেয়েছে তাঁর ছেলে, বলিউড নায়ক সে কথা জানাতে ভোলেননি।
৯ / ১২
নিজের পরিবারের সঙ্গেই বড় হচ্ছে এই স্টার কিড। আপাতত সিনেমা নিয়ে ভাবার খুব একটা ইচ্ছেও তার নেই, জানিয়েছে সে।
১০ / ১২
বলিউড ছবি ‘রং দে বসন্তী’, ‘থ্রি ইডিয়টস’-এ দেখা গিয়েছে বেদান্তর বাবাকে। সম্প্রতি ‘ব্রিদ’ নামে একটি ওয়েব সিরিজেও তাঁর বাবার অভিনয় প্রশংসিত। ছেলের ছোটবেলা থেকেই বাবা অত্যন্ত পজেসিভ বেদান্তকে নিয়ে জানিয়েছেন তিনি।
১১ / ১২
বলিউডের মেধাবী অভিনেতাদের অন্যতম আর মাধবনের সন্তান বেদান্ত।
১২ / ১২
ছোট থেকেই বাবাই তার প্রিয় বন্ধু। এমনটাও জানিয়েছে সে। দেশের জন্য আরও বেশি করে পদক জিততে ইচ্ছুক বেদান্ত। আর চায় মন দিয়ে পড়াশোনা করতে।