Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment news

কাজের প্রলোভন দেখিয়ে আমাকে দিয়ে মাসাজ করান, মডেলের #মিটু-তে বিদ্ধ সুভাষ ঘাই

পরিচালক সুভাষ ঘাইয়ের নামেও এ বার #মিটু-র অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনার পাশাপাশি শনিবার মুম্বইয়ের ভারসোভা থানায় তাঁর নামে লিখিত অভিযোগও দায়ের করলেন অভিনেত্রী-মডেল কেট শর্মা।

এ বার #মিটু বিতর্কে পরিচালক সুভাষ ঘাই।

এ বার #মিটু বিতর্কে পরিচালক সুভাষ ঘাই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৬:২৫
Share: Save:

পরিচালক সুভাষ ঘাইয়ের নামেও এ বার #মিটু-র অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনার পাশাপাশি শনিবার মুম্বইয়ের ভারসোভা থানায় তাঁর নামে লিখিত অভিযোগও দায়ের করলেন অভিনেত্রী-মডেল কেট শর্মা। ওই মডেলের অভিযোগ, সুভাষ ঘাই তাঁকে জড়িয়ে ধরে জোরজবরদস্তি চুমুও খেতে চেয়েছিলেন। তাঁকে দিয়ে মাসাজও করিয়েছিলেন।

লিখিত অভিযোগে কেট জানিয়েছেন, ঘটনাটি এ বছর ৬ অগস্টের।রাতে পরিচালক সুভাষ ঘাই তাঁকে বাড়ির পার্টিকে নিমন্ত্রণ করেছিলেন। বাড়িতে পরিচালক ছাড়াও আরও ৬জন ছিলেন। আচমকাই চমকে দিয়ে সুভাষ ঘাই তাঁকে মাসাজ করতে বলেন। প্রথমে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না কেট। রাজিও হননি। কিন্তু কর্মজগতে সুভাষ ঘাইয়ের অভিজ্ঞতা এবং বয়সকে সম্মান জানাতে প্রস্তাবে রাজি হয়ে যান। দু-তিন মিনিটের জন্য তাঁকে মাসাজ দেন ওই মডেল।

তিনি অভিযোগে আরও বলেন, ‘‘উপস্থিত অন্যদের সামনেই তাঁকে মাসাজ দিতে বাধ্য হই। তারপর হাত ধুতে বাথরুমে যাই। সেখানেও আমার পিছু নিয়ে হাজির হয়ে যান পরিচালক।বলেন, তাঁর কিছু বলার আছে। তার পরই আমাকে জড়িয়ে ধরেন, চুমু খাওয়ার চেষ্টা করতে থাকেন। আমি তাঁর হাত ছাড়িয়ে বাথরুম থেকে বার যাওয়ার চেষ্টা করি।তখন হুমকি দিয়ে বলেন, যদি তাঁর সঙ্গে রাত না কাটাই তাহলে আমাকে কাজের সুযোগ দেবেন না।’’

এই অভিযোগ হওয়ার কিছু পরই টুইটে প্রতিক্রিয়া জানান সুভাষ ঘাই। টুইট করেন, ‘#মিটু-র আমিও একজন সমর্থক। কেউ যদি এর সুযোগ নিয়ে আমার বদনাম করতে চান, আমার কাছে সেটা খুবই দুঃখজনক। যাইহোক আমার আইনজীবীরাই এর উত্তর দেবেন।’

তবে এই প্রথম নয়, সুভাষ ঘাইয়ের নামে এর আগেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বলিউডে।সম্প্রতি সুভাষ ঘাইয়ের নামে অন্য এক মহিলাও যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, সুভাষ ঘাই তাঁর পানীয়ে কিছু মিশিয়ে তাঁকে ধর্ষণ করেছিলেন। ৭৩ বছরের পরিচালক ওই অভিযোগওঅস্বীকার করে টুইট করেছিলেন, ‘#মিটু মুভমেন্টে যে কোনও কারও নাম জড়িয়ে দেওয়াটা এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সত্যতা যাচাই না করেই অতীতের কিছু ঘটনা হঠাৎই সামনে নিয়ে আনছেন কেউ কেউ। আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিযোগ দিয়ে শুরু। তারপর একের পর এক তাবড়় তাবড় অভিনেতাদের নাম জ়ড়িয়ে যাচ্ছে #মিটু-তে। নানা পাটেকর, অলোক নাথ, কৈলাস খের, সাজিদ খান, বিকাশ বহেল এমনকি অমিতাভ বচ্চনের নামও জড়িয়ে গিয়েছে। এ বার সেই তালিকায় যুক্ত হলেন সুভাষ ঘাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE