Advertisement
E-Paper

#মিটু: ইন্টারনেটে বিচার নিয়ে সতর্ক থাকতে হবে, বার্তা রহমানের

সোশ্যাল মিডিয়ায় #মিটু আন্দোলন নিয়ে হইচই দেখে রহমান বলেছেন, এই বিষয়টিতে তাঁর সমর্থন রয়েছে। তবে তাঁর সংযোজন, ‘‘ইন্টারনেটে এ ব্যাপারে বিচার করা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ০২:৩৮
এ আর রহমান। —ফাইল ছবি

এ আর রহমান। —ফাইল ছবি

#মিটু আন্দোলন নিয়ে এ বার মুখ খুললেন এ আর রহমানও। বেশ কিছু ক্ষেত্রে নির্যাতিতা মহিলা ও অভিযুক্তদের নাম শুনে তিনি চমকে গিয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন অস্কারজয়ী এই সঙ্গীত পরিচালক। সোশ্যাল মিডিয়ায় #মিটু আন্দোলন নিয়ে হইচই দেখে রহমান বলেছেন, এই বিষয়টিতে তাঁর সমর্থন রয়েছে। তবে তাঁর সংযোজন, ‘‘ইন্টারনেটে এ ব্যাপারে বিচার করা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’’

রহমানের বোন এ আর রাইহানা আজই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে, গীতিকার ভাইরামুথুর বিরুদ্ধে অশালীন আচরণের বেশ কিছু অভিযোগ তাঁর কানে এসেছে। গায়িকা চিন্ময়ী শ্রীপদ যৌন হেনস্থার অভিযোগও এনেছেন ভাইরামুথুর বিরুদ্ধে। তা ছাড়াও অনেকে নাম না করে ওই গীতিকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। উল্লেখ্য, এই ভাইরামুথুর সঙ্গে রহমান বেশ কিছু কাজ একসঙ্গে করেছেন। মণিরত্নমের ‘রোজা’ রয়েছে তার মধ্যে। এই ছবির জন্য ভাইরামুথু ও রহমান— দু’জনেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন। বোনের মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই রহমান মুখ খোলেন।

আজ বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘#মিটু আন্দোলন অনেক দিন ধরেই দেখছি। কয়েকটা নাম দেখে খুবই অবাক হয়েছি। নির্যাতিতা এবং অভিযুক্ত— দু’তরফেই। আমাদের ইন্ডাস্ট্রি পরিচ্ছন্ন হোক আর মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল হোক। যে সব মহিলা এগিয়ে এসে নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন, তাঁরা আরও শক্তিশালী হোন। সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতারা নিজের কথা বলার স্বাধীনতা পাচ্ছেন। কিন্তু তবুও আমাদের ইন্টারনেটে বিচার করা নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ এর অপব্যবহারও হতে পারে।’’

আরও পড়ুন: দশ বছর আগেই #মি টু বলেছিলাম: তনুশ্রী দত্ত

আন্দোলনের পক্ষে থেকেও অভিনেত্রী কল্কি কেঁকলা বলেছেন, ‘‘কিছু আনুষঙ্গিক ক্ষতি হয়তো হচ্ছে। ছবির কাজ আটকে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে কাজের জায়গাকে স্বচ্ছ করতে এটাই চরম প্রয়োজন।’’

অশালীন আচরণের অভিযোগে এ দিন অজয় দেবগণের মেকআপ আর্টিস্ট হরিশ ওয়াডোনেকে কাজ থেকে সরিয়ে দিয়েছেন পরিচালক লব রঞ্জন। কিছু দিন আগে অবশ্য লবের বিরুদ্ধেই অভিযোগ এনেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা। লবের পরের ছবি, দেবগণ-তব্বু অভিনীত ‘দে দে পেয়ার দে’-তে কলাকুশলী হিসেবে রয়েছেন তানিয়া পাল সিংহ নামে এক মহিলা। তিনিই অভিযোগ এনেছেন অজয়ের মেকআপ আর্টিস্ট হরিশের বিরুদ্ধে। অবাঞ্ছিত স্পর্শ, অশালীন মেসেজ— এমন অনেক কিছুই রয়েছে তানিয়ার অভিযোগে। হরিশকে সরিয়ে দেওয়ায় লব এবং অজয়কে ধন্যবাদ জানান তানিয়া।

সম্প্রতি অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বিরুদ্ধে অভিযোগ উঠলেও আজ আবার অভিনেত্রী সঞ্জনা সাংঘি জানিয়েছেন, ওই সব দাবি ভিত্তিহীন। ‘কিজ়ি অওর ম্যানি’-র সেটে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন ওঠায় সঞ্জনার সঙ্গে কথাবার্তার স্ক্রিনশট শেয়ার করতে হয়েছিল সুশান্তকে। সেখানে অবশ্য কাজ সংক্রান্ত কথাবার্তাই দেখা গিয়েছিল। আমেরিকা সফর থেকে ফিরে আজ সঞ্জনা বলেছেন, ‘‘অনেক ভিত্তিহীন কথাবার্তা শুনেছি। ফিল্মের সেটে সুশান্তের দুর্ব্যবহার এবং অভ্যবতা সংক্রান্ত। আমি বলতে চাই, আমার সঙ্গে এমন কিছু কখনওই ঘটেনি। এ ধরনের অনুমানভিত্তিক মন্তব্য করা বন্ধ হোক।’’ ‘কিজ়ি অর ম্যানি’-র পরিচালক মুকেশ ছাবরাকে যদিও যৌন হেনস্থার দায়ে সরিয়ে দেওয়া হয়েছে।

বলিউডে #মিটু আন্দোলনের শুরু যাঁর হাত ধরে, সেই তনুশ্রী দত্ত এ দিন ফের সরব হয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমি হিরো হওয়ার জন্য কিছু করিনি। নিজের কথাটা বলতে চেয়েছি।’’ নানা পাটেকর সম্পর্কে তিনি যে অভিযোগ এনেছেন, তাতে কি আদৌ কিছু হবে? তনুশ্রীর বক্তব্য, ‘‘আমি সুবিচারের আশায় আছি। তবে ভারতে হেনস্থার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। অনেক নিয়মকানুন আছে। দুর্নীতিও আছে। তাই বিচার পেতে দেরি হয়।’’

এর মধ্যে নেটফ্লিক্স আজ জানিয়েছে, তারা ‘সেক্রেড গেমস’-এর সিজন টু-তেও বিক্রমাদিত্য মোতওয়ানে, অনুরাগ কাশ্যপ এবং লেখক বরুণ গ্রোভারের সঙ্গে কাজ করবে। এই জনপ্রিয় সিরিজের যৌথ নির্দেশনায় ছিলেন কাশ্যপ-মোতওয়ানে। ফ্যান্টম ফিল্মস-এ তাঁদের প্রাক্তন সঙ্গী বিকাশ বহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরেও কাশ্যপ-মোতওয়ানের তরফে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। গ্রোভারের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। আপাতত নেটফ্লিক্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা নিরপেক্ষ তদন্ত করেছে, এবং সে তদন্তের ফল থেকে তারা সন্তুষ্ট। তাই ওই তিন জনের সঙ্গে ফের কাজে কোনও অসুবিধে নেই।

MeToo Sexual Abuse A R Rahman Reaction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy