মিউজিক সিস্টেমে বাজছে, ‘তোমার খোলা হাওয়া...।’ চারপাশে আলোর ঝলক। র্যাম্পে হাঁটছেন মডেলরা। পরনের পোশাকে ঠাকুরবাড়ির এ কাল-সে কাল।
পঁচিশে বৈশাখের দু’দিন আগেই অন্য ঢঙে কবিপ্রণামের আয়োজন করা হয়েছিল শহর মেদিনীপুরে। রবিবারের সেই সান্ধ্য উপস্থাপনা বুঝিয়ে দিল, খোলস ছেড়ে এগোচ্ছে মফস্সল। রবীন্দ্রজয়ন্তীর আয়োজনেও জোর গলায় বলছে— ‘লেটস্ র্যাম্প’।
এ দিন সন্ধ্যায় প্রদ্যোত স্মৃতি সদনে এই ‘কবিস্তুতি’র আয়োজন করেছিল ‘রিয়াজ’, ‘নটরাজ ডান্স অ্যাকাডেমি’ এবং ‘পশ্চিম মেদিনীপুর ফটোগ্রাফি ক্লাব’। ‘নটরাজ ডান্স অ্যাকাডেমি’র কর্ণধার ঈশিতা চট্টোপাধ্যায় বলছিলেন, “কবিপক্ষের আগেই এই অনুষ্ঠান। তাই নাম রেখেছি কবিস্তুতি। অন্য রকম এই উপস্থাপনা দর্শকদের ভাল লেগেছে, এটাই প্রাপ্তি।”