ঈশিকাকে চেনেন? অ্যাড এজেন্সির কর্মী ঈশিকা? চিনতে পারছেন না তো? বেশ গল্পটা একটু খুলে বলা যাক।
ঈশিকা অ্যাড এজেন্সির কর্মী। কেরিয়ার যার ধ্যান-জ্ঞান। এক পার্টিতে গিয়ে আলাপ হল কুণালের সঙ্গে। বয়সে ছোট কুণালকে ভাল লাগল মেয়ের। একসঙ্গে থাকতে শুরু করল তারা। তার পর?
বয়সের কারণে রাস্তায় অনেক কটূ কথা শুনতে হত। তাতে থোড়াই কেয়ার! তবে এ সব একদিন জেনে ফেললেন বাড়িওয়ালা। তার পর?