Advertisement
১২ জানুয়ারি ২০২৬

ইন্ডিয়ান আইডলের এই মেগা তারকাদের এখন কেমন দেখতে জানেন

২০০৪ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান আইডলের প্রথম সিজন। জনপ্রিয়তার নিরিখে আট থেকে আশি সকলেরই মন জয় করেছিল এই রিয়্যালিটি শোয়। শোয়ের তারকারাও মন ছুঁয়েছিলেন দর্শকদের। দেখে নিন এত বছর পর কতটা বদলালেন সেই জনপ্রিয় শোয়ের গায়ক-গায়িকারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০৯:০১
Share: Save:
০১ ০৬
নেহা কক্কর: চেনাই দায় আজকের নেহা কক্করকে। ২০০৬-এ ইন্ডিয়ান আইডল সিশন ২-এর প্রতিযোগী ছিলেন নেহা। রকিং গানে বরাবরই শ্রোতাদের পছন্দের তালিকার প্রথম দিকে ছিলেন এই গায়িকা। ‘কুইন’-এর ‘লন্ডন ঠুমকদা’ থেকে ‘ইয়ারিয়া’-র ‘সানি সানি’ পার্টি সংয়েও মাতিয়েছেন নেহা।

নেহা কক্কর: চেনাই দায় আজকের নেহা কক্করকে। ২০০৬-এ ইন্ডিয়ান আইডল সিশন ২-এর প্রতিযোগী ছিলেন নেহা। রকিং গানে বরাবরই শ্রোতাদের পছন্দের তালিকার প্রথম দিকে ছিলেন এই গায়িকা। ‘কুইন’-এর ‘লন্ডন ঠুমকদা’ থেকে ‘ইয়ারিয়া’-র ‘সানি সানি’ পার্টি সংয়েও মাতিয়েছেন নেহা।

০২ ০৬
মোনালি ঠাকুর: ইন্ডিয়ান আইডল ২-তে অংশ নিয়েছিলেন তিনি। গত ১১ বছরে ভোলই বদলে গিয়েছে মোনালির। এই মুহূর্তে বলিউডের অন্যতম প্রতিভাবান প্লেব্যাক গায়িকাদের মধ্যেও অন্যতম ‘মোহ মোহ কি ধাগে’-র গায়িকা।

মোনালি ঠাকুর: ইন্ডিয়ান আইডল ২-তে অংশ নিয়েছিলেন তিনি। গত ১১ বছরে ভোলই বদলে গিয়েছে মোনালির। এই মুহূর্তে বলিউডের অন্যতম প্রতিভাবান প্লেব্যাক গায়িকাদের মধ্যেও অন্যতম ‘মোহ মোহ কি ধাগে’-র গায়িকা।

০৩ ০৬
রাহুল বৈদ্য: প্রথম ইন্ডিয়ান আইডলে অংশ নিয়েছিলেন রাহুল। গত ১৩ বছরে তিনিও বদলেছেন আমূল। ইন্ডিয়ান আইডলের পর তেমন ভাবে সফল না হলেও তাঁর ঝুলিতেও প্লেব্যাক বা অ্যালবামের সংখ্যা কম নয়।

রাহুল বৈদ্য: প্রথম ইন্ডিয়ান আইডলে অংশ নিয়েছিলেন রাহুল। গত ১৩ বছরে তিনিও বদলেছেন আমূল। ইন্ডিয়ান আইডলের পর তেমন ভাবে সফল না হলেও তাঁর ঝুলিতেও প্লেব্যাক বা অ্যালবামের সংখ্যা কম নয়।

০৪ ০৬
অভিজিৎ সবন্ত: তখনকার থেকে এখন অনেকটাই আলাদা অভিজিৎ। ইন্ডিয়ান আইডলের প্রথম সেশনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমায় প্লেব্যাক করেছেন। তাঁর অ্যালবামও রয়েছে একাধিক। গানের পাশাপাশি অভিনয়ের হাতেখড়ি হয়েছে অভিজিতের।

অভিজিৎ সবন্ত: তখনকার থেকে এখন অনেকটাই আলাদা অভিজিৎ। ইন্ডিয়ান আইডলের প্রথম সেশনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমায় প্লেব্যাক করেছেন। তাঁর অ্যালবামও রয়েছে একাধিক। গানের পাশাপাশি অভিনয়ের হাতেখড়ি হয়েছে অভিজিতের।

০৫ ০৬
চ্যাং: ইন্ডিয়ান আইডল ৩-এ অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলেন চ্যাং। এরপর একের পর এক প্লেব্যাকের পাশাপাশি অভিনয়ও করেছেন চ্যাং।

চ্যাং: ইন্ডিয়ান আইডল ৩-এ অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলেন চ্যাং। এরপর একের পর এক প্লেব্যাকের পাশাপাশি অভিনয়ও করেছেন চ্যাং।

০৬ ০৬
ভূমি ত্রিবেদী: ইন্ডিয়ান আইডল ৩-তে যোগ দিয়েছিলেন ভূমি। কিন্তু সেই ভূমির সঙ্গে আজকের ভূমির মিল খুঁজে পাওয়া দুষ্কর। তাঁর গাওয়া ‘রাম চাহে লীলা’ বা ‘রইস’-এর ‘উড়ি উড়ি যায়’ ছিল সুপার ডুপার হিট। ‘রাম চাহে লীলা’র জন্য পেয়েছেন একাধিক পুরস্কারও।

ভূমি ত্রিবেদী: ইন্ডিয়ান আইডল ৩-তে যোগ দিয়েছিলেন ভূমি। কিন্তু সেই ভূমির সঙ্গে আজকের ভূমির মিল খুঁজে পাওয়া দুষ্কর। তাঁর গাওয়া ‘রাম চাহে লীলা’ বা ‘রইস’-এর ‘উড়ি উড়ি যায়’ ছিল সুপার ডুপার হিট। ‘রাম চাহে লীলা’র জন্য পেয়েছেন একাধিক পুরস্কারও।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy