এ যেন ভাঙা-গড়ার খেলা। অভিনেতারা নিজেদের লুক নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করতে অভ্যস্ত। কিন্তু এই অভিনেতা যা করলেন, তা যেন এক কথায় ‘সুপার’!
মানতে কষ্ট হলেও, সাইকেলে পাপড় ফেরি করে বেড়ানো এই ভদ্রলোক আসলে হৃতিক রোশন। তাঁর আগামী ছবি ‘সুপার থার্টি’র জন্য এই লুক তাঁর।
শুটিংয়ের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড় উঠেছে। যাকে বলে ভাইরাল! অভিনেতার ফ্যানক্লাবের পক্ষ থেকে ইনস্টাগ্রাম ও টুইটারে শেয়ার করা হয়েছে এই ছবিগুলি।
সত্যিই ছবি দেখে চেনা দায় হৃতিককে। একেবারে সাধারণ পোশাক, কাঁধে গামছা আর ‘ডি-গ্ল্যাম’ লুক নজর কেড়েছে দর্শকদের। রাজস্থানের জয়পুরের রাস্তায় ঘুরে ঘুরে পাপড় বিক্রি করছেন বলিউডের ‘গ্রিক গড’। পথচলতি সাধারণ মানুষ নাকি হৃতিককে চিনতেই পারেননি!
One Of The Best actor Of India for a reason#Super30 #AnandKumarBiopic @iHrithik#hrithikroshan #Selling #Papad In #bihari #Accent #Bihar pic.twitter.com/7301TifNSA
— Bollywood बुखार! (@BwoodBhukhar) February 20, 2018
প্রথম ঝলক থেকেই নজর কেড়েছে হৃতিকের ‘সুপার থার্টি’র লুক। সপ্তাহখানেক আগে শুটিং সেট থেকে নীচের এই ছবিটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ব্যাগ কাঁধে খেয়া ঘাটে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক যে হৃতিক, তা অনেকেই প্রথমে বুঝতে পারেননি।
What a Transformation #super30 #hrihikroshan #Bollywood #anandkumar #biopic