Advertisement
E-Paper

কেউ ফাঁকা নেই

আগে বলা হত প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কিন্তু আজকে প্রেমের ফাঁদ পাতা টালিগঞ্জে। টলিউডের হিরোইনরা আজ নামেই সিঙ্গল। এবং নট রেডি টু মিঙ্গল। কারণ প্রায় সবাই এখন বয়ফ্রেন্ডদের কবলে। এখানেই নতুন ট্রেন্ড। আগে নায়িকাদের সঙ্গে প্রেম হত নায়কদের। ইন্ডাস্ট্রির লোকে মজা করে বলছে ব্যাঙ্ক ব্যালেন্স এবং প্রতিপত্তিতে নায়কদের থেকে পাল্লা ভারী প্রোডিউসর অথবা বিজনেসম্যানদের। তাই প্রাপ্তিযোগেও এগিয়ে তাঁরাই। দু’-একজন ছাড়া কোনও নায়িকারই আজ আর নায়ক বা পরিচালক বয়ফ্রেন্ড নেই। সবাই বিজনেসম্যানদের ‘আর্ম ক্যান্ডি’। বহু অনুরোধের ফলে এই প্রচ্ছদকাহিনিতে সেই নায়িকাদের অনেকের বয়ফ্রেন্ডের নাম ছাপা হল না। ছবিও না। কিন্তু প্রাইভেসিকে রক্ষা করলেও কিছু সত্যি তো লেখাই যায়। আফটার অল সুন্দরী নায়িকাদের লাভ লাইফ... কৌতূহল সর্বত্র... আনন্দplus বিশেষ রিপোর্টআগে বলা হত প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কিন্তু আজকে প্রেমের ফাঁদ পাতা টালিগঞ্জে। টলিউডের হিরোইনরা আজ নামেই সিঙ্গল। এবং নট রেডি টু মিঙ্গল। কারণ প্রায় সবাই এখন বয়ফ্রেন্ডদের কবলে। এখানেই নতুন ট্রেন্ড। আগে নায়িকাদের সঙ্গে প্রেম হত নায়কদের। ইন্ডাস্ট্রির লোকে মজা করে বলছে ব্যাঙ্ক ব্যালেন্স এবং প্রতিপত্তিতে নায়কদের থেকে পাল্লা ভারী প্রোডিউসর অথবা বিজনেসম্যানদের। তাই প্রাপ্তিযোগেও এগিয়ে তাঁরাই। দু’-একজন ছাড়া কোনও নায়িকারই আজ আর নায়ক বা পরিচালক বয়ফ্রেন্ড নেই। সবাই বিজনেসম্যানদের ‘আর্ম ক্যান্ডি’। বহু অনুরোধের ফলে এই প্রচ্ছদকাহিনিতে সেই নায়িকাদের অনেকের বয়ফ্রেন্ডের নাম ছাপা হল না। ছবিও না। কিন্তু প্রাইভেসিকে রক্ষা করলেও কিছু সত্যি তো লেখাই যায়। আফটার অল সুন্দরী নায়িকাদের লাভ লাইফ... কৌতূহল সর্বত্র... আনন্দplus বিশেষ রিপোর্ট

শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০১:১৫

পাওলি


পাওলির বয়ফ্রেন্ড গুয়াহাটির জনৈক সফল ব্যবসায়ী। এ ব্যাপারে কোনও রাখঢাক রাখেননি ‘হেট স্টোরি’র হিরোইন। সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই স্বীকার করেছেন তাঁর বয়ফ্রেন্ডের কথা।

তারকার কথা: এখন কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত। কিন্তু বিয়ে তো করবই।

বিয়ে কবে: ‘‘আড়াই বছরের আগে অন্তত নয়।’’

আনন্দplus উপসংহার: শোনা যাচ্ছে পাওলি এই সম্পর্ক নিয়ে অত্যন্ত সিরিয়াস। আমরা অপেক্ষায় থাকলাম।


পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ছাড়াছাড়ির পর শ্রাবন্তীর জীবনে বেশ কিছু দিন অবাঙালি ব্যবসায়ী বয়ফ্রেন্ড। নাম বিক্রম। তিনি শ্রাবন্তীর সঙ্গে আউটডোরেও যান মাঝে মাঝে।

তারকার কথা: নো কমেন্টস। এগুলো নিয়ে কোনও কথাই বলতে চাই না।

বিয়ে কবে: ‘‘নো কমেন্টস।’’

আনন্দplus উপসংহার: ঘনিষ্ঠ বন্ধুদের মতে অদূর ভবিষ্যতেই বিয়ে করবেন শ্রাবন্তী। বেস্ট অব লাক।

শ্রাবন্তী

তনুশ্রী চক্রবর্তী

তারকার কথা: এখনই বিয়ের কথা ভাবছি না। বিয়ে তো করবই।

বিয়ে কবে: ‘‘এখন নয়। এখন এনজয়িং।’’

আনন্দplus উপসংহার: রাইমা সেন বলে কথা। তাই উপসংহার টানাটা কঠিন। গুজব, আইনি জটিলতাও রয়েছে। কিন্তু রাইমার বন্ধুবান্ধবদের মতে এই বার সুচিত্রা সেনের নাতনি সম্পর্ক নিয়ে সিরিয়াস। সাম্প্রতিক কালে এই প্রথম।

রাইমা

মিমি চক্রবর্তী


কোনও দিনই তাঁর পার্সোনাল লাইফ নিয়ে রাখঢাক করেননি। সবাই জানে মিমির বয়ফ্রেন্ড হলেন পরিচালক রাজ চক্রবর্তী। একসঙ্গে তাঁরা পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেনও বছরখানেক আগে।

তারকার কথা: ফোন তোলেননি।

বিয়ে কবে: কেউ জানে না। সাধারণ ধারণায় স্বস্তিকা এখনও আইনি জটিলতা মুক্ত নন।

আনন্দplus উপসংহার: ভাঙতে ভাঙতেও এই সম্পর্ক বারবার জোড়া লেগেছে। তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রি।

স্বস্তিকা

পায়েল সরকার


পায়েলের বয়ফ্রেন্ড কে এই নিয়ে ইন্ডাস্ট্রিতে রয়েছে নানা ধোঁয়াশা। তিন-চার জনের নাম শোনা গেলেও তাঁর বয়ফ্রেন্ডদের রেসে নাকি এগিয়ে রয়েছেন এক উঠতি লম্বাচওড়া অভিনেতা।

তারকার কথা: এখন কেরিয়ার নিয়ে প্রচণ্ড ব্যস্ত। তবে এখনও ঠিক আছে যে আমার বয়ফ্রেন্ড, তার সঙ্গেই
বিয়ে হবে।

বিয়ে কবে: ‘‘যখন সময় আসবে, তখন হবে।’’

আনন্দplus উপসংহার: বহু দিনের সম্পর্ক। ঘনিষ্ঠ বন্ধুরা তবু শেষ
অবধি দেখতে চান। দেখতে চান যে ইগো ক্ল্যাশ না হয়ে সম্পর্কটা সুস্থ পরিণতি পেল।

ঋধিমা ঘোষ


ইন্ডাস্ট্রিতে আসার কিছু দিনের মধ্যেই হয়ে ওঠেন সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তীর গার্লফ্রেন্ড।

তারকার কথা: এখন তো আমার বয়স অল্প। বয়স বাড়লে তখন এ সব নিয়ে ভাবব।

বিয়ে কবে: ‘‘এখন কেন ভাবব!’’

আনন্দplus উপসংহার: পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত।

সোহিনী সরকার

এখনও সিঙ্গল

শুভশ্রী

শোনা যেত পার্নোর বয়ফ্রেন্ড থাকেন আমেরিকায়। একসঙ্গে ছুটি কাটাতে গিয়েওছিলেন সেখানে। কিন্তু গত কয়েক বছর নাকি সেই সম্পর্ক আর নেই। আজ পার্নো ফেমাসলি সিঙ্গল।

tollywood engaged actress tollywood single actress ananda plus latest news ananda plus cover story tolly wood actor actress producer abpnewsletters actress engaged actress boy friend
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy