কিছু দিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা ফতেহি। সেখানে আফ্রিকান কাপ অফ নেশন ফুটবল ম্যাচ দেখতে পৌঁছেছিলেন বলিকন্যা। তার পর থেকেই ফুটবলজগতের এই নামী তারকার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। মরক্কোর ফুটবলতারকা আশরফ হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা, শোনা যাচ্ছে এমনই। কিন্তু, এই ফুটবলারের নামে রয়েছে ধর্ষণের অভিযোগ।
আরও পড়ুন:
আশরফের খেলা দেখছেন নোরা, এমন বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটবলতারকা যখন মাঠে, তখন নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি তাঁর অনুরাগীদের। ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। তার পরেই জল্পনার সূত্রপাত। নেটাগরিকের অনুমান, আশরফের সঙ্গে ইতিমধ্যেই সম্পর্কে জড়িয়েছেন নোরা। তাই মরক্কো উড়ে গিয়েছিলেন তিনি। আশরফের আগে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। সুকেশ এই মুহূর্তে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে জেলবন্দি। এখন নোরার আলোচিত ফুটবলার প্রেমিকের নামেও নাকি রয়েছে গুরুতর অভিযোগ। তা-ও আবার ধর্ষণের অভিযোগ।
ফুটবলার আশরফের ২৮ বছর বয়স। ২০২০ সালে স্প্যানিশ অভিনেত্রী হিবা আবউকের সঙ্গে বিয়ে হয় আশরফের। তিনি দুই সন্তানের বাবা। তবে ২০২৩ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। শোনা যায়, আশরফের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই কারণেই নাকি প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। যদিও ফুটবলতারকা জানিয়েছিলেন, এই ধরনের অভিযোগ এনে তাঁর সম্মান নষ্ট করার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, এ সব টাকা হাতানোর ফন্দি। হাকিমি বলেন, ‘‘আমার মনে হয়, ফুটবলজগতে এ ভাবে অনেক মানুষের সুযোগ নেওয়া হয়।’’