নতুন ভূমিকায় অভিনেত্রী নুসরত ভারুচা। সম্প্রতিই সমাজ সচেতনতামূলক একটি ছবিতে কাজ করেছেন। এ বার অভিনেত্রী কন্ডোমও বিক্রি করবেন। তবে পর্দায়।
ইনস্টাগ্রামে সোমবার সেই নতুন সিনেমার ঘোষণা করেছেন ‘সোনু কে টিটু কি সুইটি’ খ্যাত নায়িকা। ছবির নাম ‘জনহিত মে জারি’। রাজ সান্ডিল্য পরিচালিত ছবিটিতে নুসরতকে একজন কন্ডোম বিক্রেতার ভূমিকায় দেখা যাবে। যিনি কন্ডোম নিয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা অকারণ আড়ষ্ট বোধকে ভাঙার চেষ্টা করবেন।
সোমবার ইনস্টাগ্রামে এই ঘোষণার সঙ্গেই নিজের একটি ছবি দিয়েছেন নুসরত। তাতে তাঁর পরনের টি-শার্টে রয়েছে একটি বার্তা। যার বাংলা তর্জমা—‘কন্ডোম ব্যবহার করতে লজ্জা পেয়ো না, যদি লজ্জা পেতেই হয় তবে লুকিয়ে লুকিয়ে দেখার সময়ে পেয়ো’। ছবির নীচে অনুরাগীদের লিখেছেন,‘পড়ে নিয়েছেন তো! এবার তারিখটাও মনে রাখুন। আগামী ১০ জুন সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘জনহিত মে জারি’।