ফুকরের অম্বরসরিয়ার গেয়ে সোনা মহাপাত্র এখন বলিউডের পরিচিত নাম। সেই সোনা মহাপাত্র একটি বাচ্চার গান গাওয়ার ভিডিয়ো তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন। ভিডিয়োটি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় সবার মন জয় করে নিয়েছে।
মঙ্গলবার এই ভিডিয়ো পোস্ট করেন সোনা মহাপাত্র। সেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা ওড়িয়া গান গাইছে নিজের মতো করে। সেই সঙ্গে বাজিয়ে চলেছে তবলা। তার গান গাওয়ার সঙ্গে তবলা বাজানোর এই ভিডিয়ো দেখে অনেকেই বলছেন, এই শিশুর ভাবভঙ্গি পেশাদারদের মতো।