Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

ফের ‘মম’ হলেন শ্রীদেবী!

সংবাদ সংস্থা
০৩ জুন ২০১৭ ০৯:২৪

ফের এক বার ‘মা’ হতে চলেছেন শ্রীদেবী। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। তাঁর নয়া ছবি ‘মম’-এ।

মা হয়েছিলেন আগেও। সালটা ২০১২। ‘ইংলিশ ভিংলিশ’-এ মায়ের ভূমিকায় এসেছিলেন এক সময়কার বলিউডের লিডিং লেডি শ্রী। তাতে আটপৌরে মা-স্ত্রী-বৌমার অস্তিত্ব ছাপিয়ে ব্যক্তি শশী গোড়বোলেকে খুঁজে বের করেছিলেন তিনি। তথাকথিত নায়িকাসুলভ ভূমিকায় নয়। বরং নিজের ইমেজ পুরোপুরি ভেঙে দিয়েছিলেন তিনি। গৌরী শিন্দের সে ছবিতে দর্শকেরাও খুঁজে পেয়েছিলেন এক অন্য শ্রীদেবীকে। পরের বছর ‘বম্বে টকিজ’-এ ক্যামিও রোলে মুখ দেখালেও বেশ কিছু দিন হিন্দি ছবি থেকে গায়েব ছিলেন তিনি। এ বার খানিকটা অন্য ভূমিকায় কামব্যাক করছেন শ্রী। রিভেঞ্জ ড্রামার সঙ্গে থ্রিলারের রোমাঞ্চ যেন মিলেমিশে গিয়েছে ‘মম’-এ। নিজের মেয়ের উপর অবিচারের বদলা নিতে ফের ইমেজ ভেঙেছেন শ্রীদেবী। ছবিতে আটপৌরে মা খুঁজে বেড়াচ্ছেন সুবিচারের পথ। তবে সে পথ খুঁজতে গিয়ে প্রতি বারই বিশ্বাস হারাচ্ছেন তিনি। কার উপর ভরসা করা যায়? কোন পথে এগনো যায়? ভুল পথ আর বেঠিক পথের মধ্যে বাছতে হলে কোনটাই বা বেছে নেওয়া উচিত? ‘মম’-এর মনে উঠে আসছে একাধিক প্রশ্ন!


ছবিতে প্রায় চেনাই যাবে না নওয়াজকে

Advertisementরবি উদয়াওয়ারের ছবিতে শ্রীদেবীর সঙ্গে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। শ্রীদেবীর মতোই নিজের ইমেজ থেকে লুক— সবই বদলে ফেলেছেন নওয়াজ। এ ছবিতে বেশ কষ্ট করেই চিনতে হবে নওয়াজকে। শ্রীদেবীর সঙ্গে কাজ করাটাকে স্বপ্নের মতো বলে স্বীকারও করেছেন নওয়াজ। তাঁর কথায়, “শুধুমাত্র শ্রীদেবীর সঙ্গে কাজ করব বলেই এ ফিল্মের অফার হাতছাড়া করতে পারিনি!” নওয়াজের মতোই শ্রী-তে মুগ্ধ ছবির আর এক মুখ্য চরিত্র অক্ষয় খন্নাও। গত বছরের মাল্টি-স্টারার ‘ঢিশুম’-এর পর এটি অক্ষয়েরও কামব্যাক ফিল্ম বলা যেতে পারে।

আরও পড়ুন: মেয়ে জাহ্ণবীকে সেলফি পোস্ট করতে কেন নিষেধ করলেন শ্রীদেবী?

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ জুলাই মুক্তি পাবে ‘মম’।

দেখুন ‘মম’-এর ট্রেলারTags:
Celebrities Sridevi Movie Momশ্রীদেবী

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement