Palak Tiwari is an aspiring actress and likely to make her Bollywood debut dgtl
Entertainment News
বলিউড অভিষেক হতে চলেছে এই স্টারকিডেরও
শ্রীদেবীর মেয়ে জাহ্নবী, চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা, অমৃতা সিংহের মেয়ে সারা। একের পর এক স্টারকিড বলিউডে পা রাখছেন। সেই তালিকায় এ বার ঢুকে পড়লেন শ্বেতা তিওয়ারিও। হ্যাঁ, তাঁর মেয়ে পলকের খুব শীঘ্রই বলি ডেবিউ হতে চলেছে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ১৪:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
শ্রীদেবীর মেয়ে জাহ্নবী, চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা, অমৃতা সিংহের মেয়ে সারা। একের পর এক স্টারকিড বলিউডে পা রাখছেন। সেই তালিকায় এ বার ঢুকে পড়লেন শ্বেতা তিওয়ারিও। হ্যাঁ, তাঁর মেয়ে পলকের খুব শীঘ্রই বলি ডেবিউ হতে চলেছে।
০২০৮
হ্যাঁ, ঠিকই ধরেছেন। হিন্দি জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটী জিন্দেগী কী’র প্রেরণা। এই চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শ্বেতা। তাঁরই প্রথম পক্ষের স্বামী রাজা চৌধুরির মেয়ে পলক এ বার অভিনয় জগতে প্রবেশ করতে তৈরি।
০৩০৮
১৮ বছরের পলক বিদেশে পড়াশোনা করেন। তবে ছোটবেলা থেকেই মডেলিং ও ফ্যাশনের দুনিয়ার প্রতি আগ্রহ রয়েছে তাঁর।
কালো পোশাকে পলকের একটি ফোটোশুটের ছবিগুলিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
০৬০৮
রাজা চৌধুরির সঙ্গে ৯ বছর সংসার করার পর বিবাহ-বিচ্ছেদ হয়ে যায় শ্বেতার। পরে অভিনেতা অভিনব কোহালিকে বিয়ে করেন শ্বেতা। যদিও প্রথম পক্ষের মেয়ে পলক শ্বেতার সঙ্গেই থাকেন। মাত্র এক বছরের সত্ ভাইয়ের সঙ্গেও দারুণ সম্পর্ক পলকের।
০৭০৮
কয়েক মাস আগেই শ্বেতা পিটিআইকে জানিয়েছিলেন, মেয়ের বলি অভিষেকের কথা। আমিরের ‘তারে জমিন পর’খ্যাত দরশিল সাফারির সঙ্গে প্রথম ছবি করবেন পলক।
০৮০৮
ছবিটির নাম আপাতত ঠিক হয়েছে ‘কুইকি’। তবে ছবিটির শুটিং বা মুক্তির দিন নিয়ে এখনও কিছু জানা যায়নি।