Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Soumitra Chatterjee

সৌমিত্রের বায়োপিকে

পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনা করতে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবির নাম ঘোষণা করেছেন পরিচালক, ‘অভিযান’।

সৌমিত্র

সৌমিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ০০:০২
Share: Save:

পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনা করতে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবির নাম ঘোষণা করেছেন পরিচালক, ‘অভিযান’। এত বড় মাপের অভিনেতার দীর্ঘ অভিনয় জীবন যখন পর্দায় উঠে আসবে, তখন তাঁর সঙ্গে উঠে আসবে আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্বের সঙ্গে সৌমিত্রর সখ্য, অভিনয় জীবন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। পরিণত বয়সের চরিত্রে অবশ্য সৌমিত্র নিজেই অভিনয় করবেন। আর সৌমিত্রর বায়োপিক যখন, তখন সত্যজিৎ রায় তো আসবেনই। সেই চরিত্রে দেখা যাবে পরিচালক কিউকে। সত্যজিৎ রায়ের সঙ্গে কিউয়ের চেহারার অদ্ভুত সাদৃশ্য আছে বলেই মত পরমব্রতের। দু’টি দৃশ্যে দেখা যাবে সুচিত্রা সেনকেও। পাওলি দাম থাকবেন সুচিত্রার ভূমিকায়। রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ গেস্ট অ্যাপিয়ারেন্স, রবি ঘোষের চরিত্রটি। তাতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। সৌমিত্রের জীবনের তিন-চারটি অধ্যায় দেখানো হবে ছবিতে। অভিনেতার মধ্য কুড়ি থেকে শুরু করে মধ্য পঞ্চাশ অবধি। পরিচালকের কথায়, ‘‘আমার এমন একজন অভিনেতার প্রয়োজন ছিল, প্রয়োজনে যার বয়স বাড়ানো যাবে, আবার কমানোও যাবে। যিশুকে নিয়ে সেই এক্সপেরিমেন্টটা করা যায়। তা ছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রাভিনেতাকে সুপুরুষ ও সুঅভিনেতাও হতে হবে।’’ দুটো পর্বে শুটিং হবে। প্রথম ভাগ হবে ফেব্রুয়ারির গোড়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

soumitra chatterjee Parambrata Chatterjee Abjijan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE