Advertisement
২০ এপ্রিল ২০২৪

ফারুকির আগামী  ছবিতে পরমব্রত

ফারুকি জানালেন, ছবিটা আসলে হস্টেজ ড্রামা। দুনিয়া জুড়ে চলা বিধ্বংসী ঘৃণার রাজনীতি ছবির প্রেক্ষাপট। ‘‘একেবারেই মৌলিক গল্প। একটা সন্ত্রাসবাদী আক্রমণ থেকে গল্পের শুরু। তার মধ্যে আইডেন্টিটি পলিটিক্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে,’’ বললেন নির্দেশক।

পরমব্রত

পরমব্রত

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০০:০০
Share: Save:

আইডেন্টিটি ট্রিলজি বানাচ্ছেন বাংলাদেশি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকি, যাঁর সঙ্গে এ পার বাংলার মানুষের আলাপ হয় গত বছর মুক্তি পাওয়া ছবি ‘ডুব’-এর মাধ্যমে। ওই ট্রিলজিরই প্রথম ছবি ‘শনিবার বিকেল’। যেখানে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে ফারুকির ‘ডুব’ ছবিতেও অভিনয় করেছিলেন টলিউডের পার্নো মিত্র। বলিউডের ইরফান খানও ছিলেন সেখানে।

ফারুকি জানালেন, ছবিটা আসলে হস্টেজ ড্রামা। দুনিয়া জুড়ে চলা বিধ্বংসী ঘৃণার রাজনীতি ছবির প্রেক্ষাপট। ‘‘একেবারেই মৌলিক গল্প। একটা সন্ত্রাসবাদী আক্রমণ থেকে গল্পের শুরু। তার মধ্যে আইডেন্টিটি পলিটিক্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে,’’ বললেন নির্দেশক। ছবিতে পরমব্রত ছাড়াও অভিনয় করছেন নুসরত ইমরোজ তিশা, জাহিদ হাসান, প্যালেস্তাইনের অস্কার মনোনীত অভিনেতা ইয়াদ হুরানি প্রমুখ। পরমব্রত ইতিমধ্যেই বাংলাদেশে গিয়ে ছবির শুটিং সেরে এসেছেন। জানালেন, ছবিতে প্রেমেরও একটা বড় ভূমিকা রয়েছে। তবে পরিচালক বা নির্দেশক কেউই গোটা গল্পটা ভেঙে বলতে নারাজ। ভারত-বাংলাদেশ-জার্মানি যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘শনিবার বিকেল’। ফারুকির ‘আইডেন্টিটি ট্রিলজি’র দ্বিতীয় ছবির নাম ‘নো ম্যান’স ল্যান্ড’। এনএফডিসি-র ফিল্ম বাজারে এই ছবির স্ক্রিপ্ট সেরা প্রজেক্টের অ্যাওয়ার্ড পেয়েছিল ২০১৪ সালে। এই ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নেওয়ার কথা ভাবছেন নির্দেশক। তবে এখনও কিছু নির্দিষ্ট নয়। তাঁর তৃতীয় ছবিটি মায়ানমারের রোহিঙ্গা হত্যার প্রেক্ষাপটে। আপাতত ‘শনিবার বিকেল’-এর মুক্তির অপেক্ষাতেই থাকতে হচ্ছে দর্শককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE