Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩
Entertainment News

‘বাহুবলী’র আগেই বলিউডে ডেবিউ করেছেন প্রভাস, সঙ্গে সোনাক্ষী!

‘বাহুবলী’র আগে ক’জন দর্শক প্রভাসকে চিনতেন? সংখ্যাটা সম্ভবত হাতে গোনা। নিঃসন্দেহে এই ছবি প্রভাসকে জনপ্রিয়তা দিয়েছে। কিন্তু এর আগেও নাকি বড়পর্দায় দেখা গিয়েছে প্রভাসকে। তাও আবার সোনাক্ষী সিন্‌হার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। জানেন, সেটা কোন ছবি?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ১৮:০৮
Share: Save:

‘বাহুবলী’র আগে ক’জন দর্শক প্রভাসকে চিনতেন? সংখ্যাটা সম্ভবত হাতে গোনা। নিঃসন্দেহে এই ছবি প্রভাসকে জনপ্রিয়তা দিয়েছে। কিন্তু এর আগেও নাকি বড়পর্দায় দেখা গিয়েছে প্রভাসকে। তাও আবার সোনাক্ষী সিন্‌হার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। জানেন, সেটা কোন ছবি?

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের জবাব দিলেন আয়েশা

গেস করতে শুরু করার আগেই বলে রাখা ভাল, প্রভাস সেই ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির নাম ‘অ্যাকশন জ্যাকসন’। প্রভু দেবার পরিচালনায় সেই ছবির মুখ্য ভূমিকায় ছিলেন অজয় দেবগণ। একটি ডান্স পারফরম্যান্সে সোনাক্ষীর সঙ্গে স্ত্রিন শেয়ার করেছিলেন প্রভাস। এর আগে তেলুগু ছবিতে প্রভুদেবার সঙ্গে কাজ করেছেন প্রভাস। হিন্দি ছবিতে ডেবিউও তাঁর হাত ধরেই। কিন্তু ছবিটা বক্স অফিস সাফল্য পায়নি। আর এত কম সময়ের জন্য প্রভাস স্ক্রিনে ছিলেন, যে আলাদা করে তাঁকে খেয়ালও করেননি কেউ। এরপর পরিচালক এসএস রাজামৌলি তাঁকে ‘বাহুবলী’তে কাস্ট করেন। তারপরের কাহিনি ইতিহাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE