Advertisement
০১ এপ্রিল ২০২৩
Entertainment News

ফোন সেক্সের কথা স্বীকার করলেন প্রিয়ঙ্কা!

দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে বলি স্ক্রিনে তাঁকে পাওয়া গেল। তিনি প্রিয়ঙ্কা চোপড়া। ধরা দিলেন ‘কফি উইথ করণ’-এর মঞ্চে। খোলামেলা আড্ডায় উঠে এল এমন কিছু কথা যার জন্য প্রিয়ঙ্কা বলেই ফেললেন, ‘‘আমি চাই না, মা এই এপিসোডটা দেখুক।’’

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ১৩:১৪
Share: Save:

দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে বলি স্ক্রিনে তাঁকে পাওয়া গেল। তিনি প্রিয়ঙ্কা চোপড়া। ধরা দিলেন ‘কফি উইথ করণ’-এর মঞ্চে। খোলামেলা আড্ডায় উঠে এল এমন কিছু কথা যার জন্য প্রিয়ঙ্কা বলেই ফেললেন, ‘‘আমি চাই না, মা এই এপিসোডটা দেখুক।’’

Advertisement

কেন বলুন তো? আসলে এই শো-তে এসে প্রিয়ঙ্কা শেয়ার করেছেন তাঁর ফোনে সেক্স করার কথা। জানিয়েছেন, কী ভাবে পার্টনারের সঙ্গে তিনি স্নান করেন। আর এ সব মায়ের কানে যাক তা একেবারেই চান না নায়িকা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এর থেকে বেশি মুখ খোলেননি তিনি। কারণ তাঁর মতে, ভাল জিনিসে নজর লেগে যাবে।

আরও পড়ুন, ‘বুদ্ধদেব দাশগুপ্ত ডাকলেও যে লেজ উঠিয়ে যেতে হবে, তার কোনও মানে নেই’

আজ তিনি হলিউডের অ্যালেক্স প্যারিস। সৌজন্যে ‘কোয়ান্টিকো’। বিশ্ব জুড়ে তুমুল জনপ্রিয়তা তাঁর। কিন্তু হলি জার্নির পথটা শুরুতে এত মসৃণ ছিল না। প্রিয়ঙ্কার কথায়, ‘‘আমি ২৫টা স্ক্রিপ্ট পড়েছিলাম। তার পর কোয়ান্টিকোর জন্য রাজি হয়েছি।’’ বলিউড ছে়ড়ে আপাতত হলিউডেই পাড়ি জমিয়েছেন। কিন্তু সব সময়েই প্রিয়ঙ্কার কড়া নজরে থাকে বলি ইন্ডাস্ট্রি। কে কী করছে, এমনকী কে কী পোশাক পরছে তাও নজরে রাখেন তিনি। বলিউডকে মিস করেন? নায়িকার জবাব, ‘‘আমি বলিউডের ছবি করতে চাই। স্ক্রিপ্ট পড়ছি। হিন্দিতে কথা বলা, নাচ এ সব সত্যিই খুব মিস করি।’’

Advertisement

তবে এই শো-য়ে ভারতের যে কোনও তিন প্রধানমন্ত্রী আর যে কোনও তিন মুঘল সম্রাটের নাম বলতে পারেননি প্রিয়ঙ্কা। তাই তাঁরা সাধারণ জ্ঞান যে বেশ নড়বড়ে তা প্রকাশ পেয়েছে গোটা দুনিয়ার সামনেই।

আরও পড়ুন, ফের পিপলস্ চয়েস অ্যাওয়ার্ড পেলেন প্রিয়ঙ্কা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.