Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৩
Entertainment News

‘বেওয়াচ’-এ নয়া টিজারে কী বললেন প্রিয়ঙ্কা?

ফের নতুন লুকে সামনে এলেন প্রিয়ঙ্কা চোপড়া। টুইটারে শেয়ার করলেন তাঁর হলিউড ডেবিউ ‘বেওয়াচ’-এক নতুন টিজার। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ভিক্টোরিয়া লিডস। ভিলেন হিসেবেই পর্দায় দেখা যাবে তাঁকে। বিপরীতে রয়েছেন ডোয়েন জনসন।

‘বেওয়াচ’-এর শুটিংয়ে প্রিয়ঙ্কা। ছবি: টুইটারের সৌজন্যে।

‘বেওয়াচ’-এর শুটিংয়ে প্রিয়ঙ্কা। ছবি: টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ১০:১৭
Share: Save:

ফের নতুন লুকে সামনে এলেন প্রিয়ঙ্কা চোপড়া। টুইটারে শেয়ার করলেন তাঁর হলিউড ডেবিউ ‘বেওয়াচ’-এক নতুন টিজার। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ভিক্টোরিয়া লিডস। ভিলেন হিসেবেই পর্দায় দেখা যাবে তাঁকে। বিপরীতে রয়েছেন ডোয়েন জনসন।

টিজারে নীল পোশাকে আরও মোহময়ী দেখাচ্ছে ‘দেশি গার্ল’কে। তিনি বলছেন, ‘সামার ইজ কামিং’। দর্শকরাও ‘বেওয়াচ’ ওয়ার্ল্ডে প্রবেশ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সোশ্যাল মিডিয়ায় টিজার বের হওয়ার পর দর্শকদের পছন্দ দেখে আরও ভাল ভাবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন, ‘বেওয়াচ’-এ প্রিয়ঙ্কার বোল্ড লুক ফাঁস

নব্বইয়ের দশকের বিখ্যাত টেলিসিরিজ বেওয়াচ অবলম্বনে তৈরি ছবি পরিচালনা করবেন সেথ জর্ডন। প্রথম ট্রেলরে প্রিয়ঙ্কার উপস্থিতি ছিল মাত্র এক সেকেন্ডের। কিন্তু দ্বিতীয় ট্রেলরেই তিনি বাজিমাত করেন। বেশ বোঝা যায় দাপুটে ভিলেন হিসেবে সকলের নজর কাড়তে প্রস্তুত তিনি। নয়া টিজারও সে প্রমাণই দিল বলে মনে করছেন বিনোদন মহলের একটা বড় অংশ। ’ ’ … ’ 🔥

নব্বইয়ের দশকের বিখ্যাত টেলিসিরিজ বেওয়াচ অবলম্বনে তৈরি ছবি পরিচালনা করবেন সেথ জর্ডন। প্রথম ট্রেলরে প্রিয়ঙ্কার উপস্থিতি ছিল মাত্র এক সেকেন্ডের। কিন্তু দ্বিতীয় ট্রেলরেই তিনি বাজিমাত করেন। বেশ বোঝা যায় দাপুটে ভিলেন হিসেবে সকলের নজর কাড়তে প্রস্তুত তিনি। নয়া টিজারও সে প্রমাণই দিল বলে মনে করছেন বিনোদন মহলের একটা বড় অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE