দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত।
এই মুহূর্তে তিনি দেশের অন্যতম চর্চিত সঙ্গীতশিল্পী। সম্প্রতি কোচেলা সঙ্গীত উৎসবে প্রথম ভারতীয় হিসেবে পারফর্ম করেছেন। আবার জিমি ফ্যালনের শোয়ে অতিথি হয়ে হাজির হয়েছেন। পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ একের পর এক চমক হাজির করছেন। তবে অনেকেই হয়তো জানেন না, এক সময়ে দিলজিৎ বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শিল্পী তাঁর গৃহত্যাগের আখ্যান শুনিয়েছেন। তিনি জানান, ৮ বছর বয়সে গোপনে বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন দিলজিৎ। তবে তাঁর গৃহত্যাগের নেপথ্যে ছিল স্কুলেরই এক বান্ধবী। দিলজিৎ বলেন, ‘‘স্কুলে উঁচু ক্লাসের ছাত্ররা জিজ্ঞাসা করেছিল যে, আমার কোন মেয়েটিকে পছন্দ। আমি জানাতেই ওরা বলে যে, ওকে সে কথা সরাসরি জানালে আমার সঙ্গেই নাকি ওর বিয়ে হবে।’’
শিল্পী জানান, সেই মতো তিনি মেয়েটিকে তাঁর পছন্দের কথা জানান। কিন্ত তাতে হিতে বিপরীত হয়। দিলজিতের কথায়, ‘‘মেয়েটি শিক্ষকদের কাছে অভিযোগ করে এবং আমার অভিভাবকদের ডেকে পাঠানো হয়।’’ ভয় পেয়ে যান দিলজিৎ। সাক্ষাৎকারে তিনি জানান, অল্প কিছু ফল এবং সাইকেলের ভরসায় তিনি বাড়ি ছাড়েন। কিন্তু গ্রামের এক বাসিন্দার নজরে পড়ে যাওয়ায় তাঁকে শেষ পর্যন্ত বাড়ি ফিরতে হয়। দিলজিতের কথায়, ‘‘তার পর পেটে ব্যথার বাহানায় দু’দিন স্কুল কামাই করেছিলাম।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy