Advertisement
E-Paper

এটাই কি রাধিকার সবচেয়ে বোল্ড ফোটো শ্যুট!

গত বছর ভালই কেটেছে রাধিকা আপ্তের। ব্যাক টু ব্যাক রিলিজ ছিল তাঁর প্রতিটি সিনেমার— কাবালি, ফোবিয়া, বদলাপুর, মাঁজি: দ্য মাউন্টেন ম্যান, দু’টি শর্ট ফিল্ম, সুজয় ঘোষ পরিচালিত ‘অহল্যা’ ও শিরিষ কুন্দরের ‘কৃতি’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ১১:১২

গত বছর ভালই কেটেছে রাধিকা আপ্তের। ব্যাক টু ব্যাক রিলিজ ছিল তাঁর প্রতিটি সিনেমার— কাবালি, ফোবিয়া, বদলাপুর, মাঁজি: দ্য মাউন্টেন ম্যান, দু’টি শর্ট ফিল্ম, সুজয় ঘোষ পরিচালিত ‘অহল্যা’ ও শিরিষ কুন্দরের ‘কৃতি’। বক্স অফিসে সবকটি সাফল্য না পেলেও সিনেমাগুলো সমালোচকদের নজর কেড়েছে। প্রতিটি চরিত্রেই রাধিকা ছিল যাকে বলে একেবারে পারফেক্ট।

‘পার্চড’ ছবির এক নগ্নদৃশ্য ভাইরাল হওয়ায় বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন রাধিকা। সেখানেও এক সময় ‘লিভ ইন’ রিলেশনশিপে থাকা রাধিকার সাহসিকতার পরিচয় পাওয়া গিয়েছে। এড়িয়ে যাননি সংবাদ মাধ্যমের কোন প্রশ্নই। সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘ফিল্মে নগ্নতা অবশ্যই মেনে নেওয়া যায় যখন চিত্রনাট্য দাবি করে। আসলে উদ্দেশ্যটা সঠিক হতে হবে।’’
সম্প্রতি আরও একবার সাহসী রাধিকার এক সেমি-নুড ছবি উঠে এল ইনস্টাগ্রাম পোস্টে।

আরও পড়ুন: মাজিদ মাজিদির ছবি থেকে বাদ গেলেন দীপিকা, কারণ ইনিই

সেমি-নুড ফোটোশুটে রাধিকা

এই ছবি নিয়েই এক সাক্ষাত্কারে রাধিকা জানান, আন্তর্জাতিক সিনেমা দেখেই তাঁর বড় হয়ে ওঠা, বিভিন্ন দেশেও তিনি থেকেছেন। তিনি তাঁর শরীর নিয়ে যথেষ্ট স্বাভাবিক বোধ করেন।
রাধিকা আরও জানান, ‘‘আমি অনেক মানুষকেই দেখেছি স্টেজে নগ্ন হয়ে পারফর্ম করতে, শুধু বিদেশে নয়, এ দেশেও! আমি জানি না আমার কেন নিজেরই শরীরের কারণে লজ্জায় পড়তে হবে? আমার ‘বোল্ড’ সিন করতে আপত্তি বা ভয় কোনওটাই নেই। আমার দৃ়ঢ় বিশ্বাস যে আমি ঠিক পরিচালকদের হাতেই পড়েছি।’’
আপাতত রাধিকা আপ্তে এখন ব্যস্ত ‘প্যাডম্যান’ শুটিং নিয়ে। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা মিস্টার খিলাড়ি ওরফে অক্ষয় কুমার।

Radhika Apte Padman Photo Shoot Semi-Nude Photo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy