তাঁরা যে সম্পর্কে জড়িয়েছেন তা নিয়ে টলিউডে জল্পনা নতুন নয়। এক সঙ্গে বেড়াতে যাওয়া হোক বা ক্রিসমাস সেলিব্রেশন— সব জায়গাতেই নাকি এক সঙ্গে দেখা যাচ্ছে পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বিশেষত অভিনেত্রী মিমির সঙ্গে ব্রেকআপের পর এই সম্পর্কের কেমিস্ট্রি নিয়ে নয়া হিস্ট্রি তৈরি হয়েছে টলিউডে। শোনা যাচ্ছে এই জুটি নাকি বিয়ের প্ল্যানও করে ফেলেছেন। সব কিছু ঠিক থাকলে হয়তো এ বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন রাজ-শুভশ্রী।
আরও পড়ুন, রাজ-শুভশ্রীর প্রেম, মিমি বললেন…
আপাতত দেব-রুক্মিণীকে নিয়ে ‘চ্যাম্প’-এর শুটিংয়ে ব্যস্ত রাজ। তার মধ্যেই দিন কয়েক আগে সময় বের করে শুভশ্রীর সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। গত ক্রিসমাস রাজের পরিবারের সঙ্গেই সেলিব্রেট করেছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় সেই সেলিব্রেশনের ছবি শেয়ার করেছিলেন রাজ নিজেই। গত বুধবার সরস্বতী পুজোর দিনও রাজের প্রোডাকশন হাউসেই দিনভর কাটিয়েছেন শুভশ্রী। পরিচিতদের সঙ্গে রাজ নিজেই তাঁর আলাপও করে দিয়েছেন। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে ‘চ্যাম্প’ রিলিজের পরই নাকি বিয়ে করবেন এই জুটি।