Advertisement
E-Paper

রাজ-শুভশ্রীর নাকি বিয়ে?

তাঁরা যে সম্পর্কে জড়িয়েছেন তা নিয়ে টলিউডে জল্পনা নতুন নয়। এক সঙ্গে বেড়াতে যাওয়া হোক বা ক্রিসমাস সেলিব্রেশন— সব জায়গাতেই নাকি এক সঙ্গে দেখা যাচ্ছে পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৮

তাঁরা যে সম্পর্কে জড়িয়েছেন তা নিয়ে টলিউডে জল্পনা নতুন নয়। এক সঙ্গে বেড়াতে যাওয়া হোক বা ক্রিসমাস সেলিব্রেশন— সব জায়গাতেই নাকি এক সঙ্গে দেখা যাচ্ছে পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বিশেষত অভিনেত্রী মিমির সঙ্গে ব্রেকআপের পর এই সম্পর্কের কেমিস্ট্রি নিয়ে নয়া হিস্ট্রি তৈরি হয়েছে টলিউডে। শোনা যাচ্ছে এই জুটি নাকি বিয়ের প্ল্যানও করে ফেলেছেন। সব কিছু ঠিক থাকলে হয়তো এ বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন রাজ-শুভশ্রী।

আরও পড়ুন, রাজ-শুভশ্রীর প্রেম, মিমি বললেন…

আপাতত দেব-রুক্মিণীকে নিয়ে ‘চ্যাম্প’-এর শুটিংয়ে ব্যস্ত রাজ। তার মধ্যেই দিন কয়েক আগে সময় বের করে শুভশ্রীর সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। গত ক্রিসমাস রাজের পরিবারের সঙ্গেই সেলিব্রেট করেছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় সেই সেলিব্রেশনের ছবি শেয়ার করেছিলেন রাজ নিজেই। গত বুধবার সরস্বতী পুজোর দিনও রাজের প্রোডাকশন হাউসেই দিনভর কাটিয়েছেন শুভশ্রী। পরিচিতদের সঙ্গে রাজ নিজেই তাঁর আলাপও করে দিয়েছেন। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে ‘চ্যাম্প’ রিলিজের পরই নাকি বিয়ে করবেন এই জুটি।

‘অভিমান’ ছবির শুটিংয়ে রাজ-শুভশ্রী। ছবি: টুইটারের সৌজন্যে।

এর আগে দেবের সঙ্গে শুভশ্রীর বিশেষ সম্পর্ক নিয়ে গসিপ ছিল ইন্ডাস্ট্রিতে। পরপর পায়েল ও মিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রাজও। মিমি প্রেম ভেঙে যাওয়ার পরে রাজ-শুভশ্রীকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। তবে সে সময় মিমির সঙ্গে ব্রেকআপ নিয়ে যেমন মুখ খোলেননি, তেমনই শুভশ্রীর সঙ্গে সম্পর্ক নিয়েও প্রকাশ্যে রাজ ছিলেন সাইলেন্ট। আবার ইন্ডাস্ট্রিতে যে তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে তাতেও প্রকাশ্যে কোনও কথা বলতে নারাজ পরিচালক। আর শুভশ্রী? বেশ কয়েক বার চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। মেলেনি এসএমএসের উত্তরও।

আরও পড়ুন, মিমি-রাজ-শুভশ্রী, তখন এখনের কেমিস্ট্রি

নাম প্রকাশে অনিচ্ছুক টলিউডের বেশ কিছু সূত্র বলছে, যা রটে তার কিছু তো বটে। রাজ-শুভশ্রী যে প্রেম করছেন তা তো ওপেন সিক্রেট। এ বার হয়তো বিয়ের খবরটাই সত্যি।

Raj chakraborty Subhasree ganguly Mimi chakraborty শুভশ্রী রাজ চক্রবর্তী মিমি চক্রবর্তী Celebrity Gossip Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy