Advertisement
২২ মার্চ ২০২৩

‘উইল ইউ ম্যারি মি’ আজই বলবেন রণবীর?

বলিউডের খানদানি পরিবারের হবু বৌমা তিনি। অন্তত বি-টাউনে তো তেমনই গুঞ্জন। তিনি ক্যাটরিনা কইফ। বৃহস্পতিবার তাঁর ৩১তম জন্মদিন। কেমন করে তাঁর জন্মদিন পালন করবেন প্রেমিক রণবীর কপূর? কী উপহার দেবেন তিনি ক্যাট সুন্দরীকে?

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ১৩:৪২
Share: Save:

বলিউডের খানদানি পরিবারের হবু বৌমা তিনি। অন্তত বি-টাউনে তো তেমনই গুঞ্জন। তিনি ক্যাটরিনা কইফ। বৃহস্পতিবার তাঁর ৩১তম জন্মদিন। কেমন করে তাঁর জন্মদিন পালন করবেন প্রেমিক রণবীর কপূর? কী উপহার দেবেন তিনি ক্যাট সুন্দরীকে? কানাঘুষোয় জানা গিয়েছে জন্মদিনেই আক্ষরিক অর্থে প্রোপোজ করে ক্যাটরিনাকে চমক দেবেন রণবীর। এত দিন তো তাঁর ভালবাসার কথা বুঝে নিয়েছেন সুন্দরী। আজ বলেই ফেলবেন ‘বরফি’। আর এটাই নাকি তাঁর তরফে প্রেমিকাকে দেওয়া সেরা উপহার।

Advertisement

শোনা যাচ্ছে জন্মদিন পালন করতে ইতিমধ্যেই লন্ডন উড়ে গিয়েছিয়েন নায়িকা। সঙ্গী অবশ্যই রণবীর। সেখানেই একান্তে জন্মদিন পালন করবেন বলিউডের এই হবু জুটি। পাপারাত্‌জিদের থেকে দূরে গোপনেই কাটবে তাঁদের নিভ়ৃত মুহূর্ত।

আবার বলিউডের একাংশে কানাকানি আলিয়াবাগের ফার্ম হাউসে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জন্মদিনের পার্টি করবেন ‘বার্বি ডল’ ক্যাটরিনা। রণবীর তো সারাদিন সমস্ত কাজ ফেলে তাঁর পাশে থাকবেনই। তাছাড়াও বন্ধুদের তালিকায় আছেন করণ জোহর, অর্জুন কপূর এবং অয়ন মুখোপাধ্যায়।

দিন কয়েক আগেই নিতু সিংহের জন্মদিনে মুম্বইয়ের তাজ হোটেলে হাজির ছিল গোটা কপূর পরিবার। সেখানে দেখা মেলেনি ক্যাটরিনার। তখনই ক্যাট-রণবীরের সম্পর্কের ভাঙন নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও ক্যাটরিনাকে রণবীরের প্রেমিকা হিসাবে নাকি কোনওদিনই মেনে নিতে পারেননি ঋতু। তাই আজ ক্যাটরিনার জন্মদিনে রণবীরের সেলিব্রেশনকে তিনিই বা কিভাবে মেনে নেবেন? তা নিয়েও কপালে ভাঁজ বলি টাউনের একাংশের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.