Advertisement
E-Paper

একটি অনুষ্ঠানের পারিশ্রমিক দ্বিতল বিলাসবহুল বাড়ি! অরিজিৎ সিংহকে নিয়ে বিস্ফোরক ইক্কা

সঙ্গীত জগতে তাঁর নামের আগে কোনও বিশেষণের দরকার পড়ে না। তাঁর পারিশ্রমিকও যে আকাশছোঁয়া, তা-ও প্রায় সকলেই জানেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৭:৩২
Rapper Ikka Singh claimed Arijit Singh got a duplex flat as his remuneration

পারিশ্রমিক হিসাবে বাড়ি নিয়েছেন অরিজিৎ সিংহ। ছবি: সংগৃহীত।

আবিশ্ব অনুরাগী ছড়িয়ে রয়েছে তাঁর। তাঁর গানের মূর্ছনায় ভেসে যেতে খুব সময় লাগে না। তাঁর গান কখনও বলে দেয় প্রেমের ভাষা, আবার তাঁর গানই যেন খুঁজে দেয় দুঃখের অভিব্যক্তি। কথা হচ্ছে অরিজিৎ সিংহের। সঙ্গীত জগতে তাঁর নামের আগে কোনও বিশেষণের দরকার পড়ে না। তাঁর পারিশ্রমিকও যে আকাশছোঁয়া তা-ও প্রায় সকলেই জানেন। সম্প্রতি নাকি একটি অনুষ্ঠান থেকে পারিশ্রমিক হিসাবে তিনি পেয়েছেন বিলাসবহুল এক বাড়ি। সম্প্রতি দাবি করেছেন র‌্যাপার ইক্কা সিংহ।

ইক্কার দাবি, অরিজিৎ বিরাট অঙ্কের পারিশ্রমিক নেন, যা কল্পনাতীত। সঙ্গীত জগতে এমন বহু শিল্পী রয়েছেন যাঁরা নিজেদের ধনী বলে মনে করেন। সেই তালিকায় র‌্যাপার রফতারের সঙ্গে নিজেকেও রাখেন ইক্কা। তাঁর কথায়, “এমন ১০০ জন তথাকথিত ধনী শিল্পীকে একাই খেয়ে ফেলতে পারেন অরিজিৎ সিংহের মতো শিল্পী।”

অরিজিৎকে নিয়ে আরও একটি অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন ইক্কা। বিয়ের অনুষ্ঠানে গান গাইতে পছন্দ করেন না জিয়াগঞ্জের শিল্পী। কিন্তু এক বার বহু জোরাজুরি করায় তিনি রাজি হয়েছিলেন গান গাইতে। তার বিনিময়ে পারিশ্রমিক হিসাবে মুম্বইতে ডুপ্লেক্স বাড়ি নিয়েছিলেন অরিজিৎ। ইক্কার কথায়, “এক থেকে দেড় ঘণ্টা গান গেয়েছিলেন অরিজিৎ। মুম্বইয়ে ডুপ্লেক্স বাড়ির দাম কী হতে পারে, সেই আন্দাজ নিশ্চয়ই সকলেরই আছে।”

একটি অনুষ্ঠানের জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নেন এআর রহমান। ইক্কা বলেছেন, “অরিজিৎ স্যর কত টাকা পারিশ্রমিক নেন, জানেন! এক বার দেখুন সেটা। তবে এই নিয়ে কিন্তু তিনি ঢেঁড়া পেটান না। এটাই দেখার বিষয়।”

Arijit Singh Arijit Singh income
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy