Rare pictures of Bollywood stars in their modelling days dgtl
বিনোদন
মডেলিংয়ের সময়ের এই বলি তারকাদের ছবি দেখে চিনতে পারছেন?
নিজস্ব প্রতিবেদন
১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৬:২২
Advertisement
১ / ৮
পড়াশোনা শেষ করে বেঙ্গালুরু থেকে মুম্বই গিয়েছিলেন অনুষ্কা। ২০০৭-এ সেখানেই মডেলিংয়ে কেরিয়ারের শুরু। পরে বেশ কয়েকটি বিজ্ঞাপনের মুখ। আর এখন তো...
২ / ৮
অভিনয় জগতে আসার আগে দেশের অন্যতম সেরা সুপারমডেল ছিলেন অর্জুন রামপাল। ২০০১-এ ‘পেয়ার ইস্ক অর মহব্বত’ ছবিতে বলিউডে হাতেখড়ি।
Advertisement
Advertisement
৩ / ৮
এখন দেশের সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ক্লাস টেনে পড়ার সময় সিদ্ধান্ত নিয়েছিলেন মডেল হওয়ার। ২০০৫-এ ‘মডেল অব দ্য ইয়ার’ হয়েছিলেন দীপিকা।
৪ / ৮
১৯৯৪-এ মিস ওয়ার্ল্ড খেতাব। বিশ্ব সুন্দরী ঐশ্বর্যার জার্নিও র্যাম্প থেকেই। কলেজে পড়ার সময় থেকেই মডেলিংয়ের কাজ শুরু। ১৯৯১-এ সুপারমডেল হয়েছিলেন বর্তমান বচ্চন-বধূ।
Advertisement
৫ / ৮
বলিউডে আসার আগে ছিলেন বিখ্যাত ব্রিটিশ মডেল। টিনেজ থেকেই বিভিন্ন ফ্যাশন শুট এবং মডেলিংয়ের কাজ করেছেন ক্যাটরিনা। সেগুলি অবশ্য সবই লন্ডনে থাকাকালীন।
৬ / ৮
প্রিয়ঙ্কা চোপড়ার কেরিয়ারও শুরু হয়েছিল মডেলিং দিয়েই। ২০০০-সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ‘দেশি গার্ল’। এখন শুধু বলিউডই না, হলিউডেও দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী।
৭ / ৮
তামিল ছবির সুপারস্টার। বলিউডের ‘ম্যাডি’। আর মাধবনের মডেলিং কেরিয়ারও বেশ উজ্জ্বল।
৮ / ৮
বাঙালি অভিনেত্রী সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জয়ী। ১৯৯৬ সালে বলিউডের ‘দস্তক’ ছবিতে অভিষেকের আগে ফ্যাশন ও গ্ল্যামারের দুনিয়াতেই ছিলেন সুস্মিতা।