Advertisement
E-Paper

রশ্মিকা কেবলই সুন্দর মুখ! ‘পুষ্পা’, ‘অ্যানিম্যাল’-এর মতো সফল ছবি থাকতেও কেন কটাক্ষের শিকার?

বক্স অফিসে সাফল্যের নিরিখে দীপিকা পাড়ুকোনকে টেক্কা দিতে চলেছেন রশ্মিকা। অভিনেত্রীর পর পর পাঁচটি ছবি ১০০ কোটির সীমা পেরিয়েছে। কিন্তু তা-ও কেন তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শক?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ২০:২২
Rashmika Mandanna faces criticism for her dialogue delivery and acting

রশ্মিকা মন্দানা কি কেবলই সুন্দর মুখ! ছবি: সংগৃহীত।

কথায় আছে ‘সুন্দর মুখের জয় সর্বত্র’। এই প্রবাদ প্রায় প্রমাণ করে দিয়েছেন রশ্মিকা মন্দানা। সৌন্দর্যের জন্য ‘জাতীয় ক্রাশ’ তকমা পেয়েছেন অভিনেত্রী। তবে শুধু সৌন্দর্যই নয়, রশ্মিকা অভিনীত একের পর এক ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে গত কয়েক বছরে রশ্মিকা অভিনীত প্রতিটি ছবিই সফল। কিন্তু তবুও নাকি দর্শক সন্তুষ্ট নন অভিনেত্রীকে নিয়ে।

দক্ষিণী বিনোদন দুনিয়ায় আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রশ্মিকা। ২০২১-এ ‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবিতে অভিনয়ের পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তার পরে রণবীর কপূরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ ছবিতে নজর কাড়েন অভিনেত্রী। ২০২৪-এর শেষে ‘পুষ্পা ২’-এর মতো সফল ছবিতে দেখা যায় তাঁকে। চলতি বছরে ভিকি কৌশলের সঙ্গে ‘ছাওয়া’ ছবিতেও তিনি রয়েছেন। সব ক’টি ছবিই বক্স অফিসে রীতিমতো আলোড়ন ফেলেছে। দিন কয়েকের মধ্যেই ‘সিকন্দর’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবিটিও কোটি কোটি টাকার ব্যবসা করবে বলে অনুমান সিনেবিশেষজ্ঞদের। কিন্তু এত সাফল্যের মধ্যেও কি আলাদা করে নিজের পরিচিতি তৈরি করতে পেরেছেন রশ্মিকা? না কি কেবল সুন্দর মুখই তাঁর অস্ত্র? প্রশ্ন তুলছেন দর্শক।

বক্স অফিস সাফল্যের নিরিখে দীপিকা পাড়ুকোনকে টেক্কা দিতে চলেছেন রশ্মিকা। অভিনেত্রীর পর পর পাঁচটি ছবি ১০০ কোটির সীমা পেরিয়েছে। কিন্তু তা-ও তাঁকে নিয়ে দর্শক প্রশ্ন তুলছেন কেন? এই প্রসঙ্গে এক চলচ্চিত্রপ্রেমী সংবাদমাধ্যমকে বলেছেন, “ছবিতে রশ্মিকার আলাদা করে কোনও প্রভাব থাকে না। ওঁর পর পর হিট ছবি রয়েছে ঠিকই। কিন্তু ওঁকে আলাদা করে কেউ মনে রাখবে না। জানি না, ওঁর জনসংযোগ খারাপ বলে এটা হচ্ছে কি না। ওঁর অভিনীত চরিত্রগুলিও তেমন শক্তিশালী নয়। কারও প্রিয় অভিনেত্রী হয়ে উঠতে পারবেন না রশ্মিকা।”

রেডিট মাধ্যমে রশ্মিকার অভিনয় নিয়েও কাটাছেঁড়া হয়েছে। বিশেষ করে রশ্মিকার সংলাপ বলার ধরন নিয়ে আপত্তি রয়েছে নেটাগরিকের। এক নেটাগরিকের কথায়, “সংলাপ বলার ধরনের দিকে রশ্মিকার মন দেওয়া উচিত। হয়তো চেষ্টা করলে পারবেন।” তবে রশ্মিকার অনুরাগীর সংখ্যাও কম নয়। এক অনুরাগী সমাজমাধ্যমে অভিনেত্রীকে নিয়ে লিখেছেন, “২০১৩ সালের দীপিকা পাড়ুকোনের কথা মনে পড়ে রশ্মিকাকে দেখলে।” এই পোস্টে পাল্টা এক নিন্দক লিখেছেন, “দীপিকা কিন্তু অভিনয়ের দিক থেকে দ্রুত নিজের জায়গা তৈরি করেছেন। সেই দিক থেকে রশ্মিকা অনেকটাই পিছিয়ে। সংলাপ বলার ধরন ভাল নয়। মৃত চোখে তাকিয়ে সংলাপ বলেন। চোখে কোনও অভিব্যক্তি নেই। দেখে মনে হয়, অন্ধ মহিলার চরিত্রে অভিনয় করছেন।” আর এক নিন্দকের কথায়, “শুধুমাত্র সৌন্দর্য ও সৌভাগ্যের জন্য এগিয়ে যাচ্ছে রশ্মিকা।” তবে রশ্মিকার অনুরাগীরা এই দাবি মানতে নারাজ। তাঁদের কথায়, “কেরিয়ারের শুরুর দিকেই সাফল্য পেয়েছেন রশ্মিকা। এখনও অনেক সময় রয়েছে। অভিনয়েও তিনি সকলকে চমকে দেবেন।”

Rashmika Mandanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy