নতুন উপাধিতে ভূষিত হলেন রাম চরণ। ছবি: সংগৃহীত।
আমেরিকায় রীতিমতো ঝড় তুলেছে ‘আরআরআর’। গোল্ডেন গ্লোব ও ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড জয় করে অস্কারের মঞ্চেও মনোনয়ন অর্জন করেছে ‘নাটু নাটু’। বিশ্বমঞ্চে প্রায় অপ্রতিরোধ্য এস এস রাজামৌলির ছবি ও এম এম কীরাবাণীর গান। পাশাপাশি, সে দেশে জনপ্রিয়তা অর্জন করেছেন ‘আরআরআর’ তারকা রাম চরণও। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বাকি আর মাত্র সপ্তাহ দু’য়েক। ইতিমধ্যেই হলিউডে পৌঁছে গিয়েছেন দক্ষিণী তারকা। সেখানে একাধিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাঁকে। আপাতত ছবির প্রচারে ব্যস্ত তিনি। এর মাঝেই এক অনুষ্ঠানে গিয়ে নতুন উপাধিতে ভূষিত হলেন রাম চরণ। ‘আরআরআর’ তারকাকে ‘ভারতের ব্র্যাড পিট’ নামে অভিহিত করলেন সেই অনুষ্ঠানের সঞ্চালক। সঞ্চালকের দেওয়া নাম শুনে অভিভূত রাম চরণ নিজে। সমাজমাধ্যমে ভাইরাল হল সেই ভিডিয়ো।
The Brad Pitt of India 🔥@AlwaysRamCharan in Conversation With @ktlaENT...!!#ManOfMassesBdayMonth #GlobalStarRamCharanpic.twitter.com/TBMcm6gNiB
— Trends RamCharan (@TweetRamCharan) March 1, 2023
‘গুড মর্নিং আমেরিকা’র পরে কেটিএলএ এন্টারটেনমেন্টের মর্নিং শোয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাম চরণ। ‘আরআরআর’ তারকাকে সেই শোয়ে স্বাগত জানানোর সময় ‘ভারতের ব্র্যাড পিট’ বলে অভিহিত করেন সঞ্চালক। স্বাভাবিক ভাবেই, সম্বোধন শুনে আপ্লুত রাম চরণ। সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, ‘‘এই উপাধি পেয়ে খুশি হয়েছেন তো?’’ হাসিমুখে অভিনেতার উত্তর, ‘‘এই সম্বোধন শুনে কে না খুশি হবে!’’
আগামী ১২ মার্চ (ভারতীয় সময় অনুযায়ী, ১৩ মার্চ) অনুষ্ঠিত হতে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের অনুষ্ঠান। সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’। শুধু তাই নয়, অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানে পারফর্ম করতে চলেছেন রাহুল সিপলিগঞ্জ ও কলা ভৈরব। মঞ্চে গানের তালে কি পা মেলাতে দেখা যাবে রাম চরণকে? কৌতূহলী অনুরাগীরা।
রাম চরণ জানিয়েছেন, যে কোনও মঞ্চেই ‘নাটু নাটু’ গানে পারফর্ম করতে প্রস্তুত তাঁরা। অস্কারের মঞ্চে যদি অনুরোধ আসে এবং সুযোগ থাকে, তা হলে দর্শকের জন্য গানের তালে পা মেলাতে আপত্তি নেই তাঁদের। তিনি বলেন, ‘‘আমি তো শুধু অতিথি হিসাবে অস্কারে যেতে চেয়েছিলাম, এখন এক জন মনোনীত শিল্পী হিসাবে যাচ্ছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy