Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

‘ধর্মা প্রোডাকশনস্’-এর মাইলস্টোন ‘যশ’ ও ‘রুহি’, জানালেন কর্ণ

সেরার মুকুট লুকিয়ে ছিল অন্য কোথাও। সেটাই এতদিনে জানালেন খোদ কর্ণ জোহর। তাঁর দুই সন্তান যশ ও রুহি-কে ‘ধর্মা প্রোডাকশনস্’-এর সেরা প্রোডাকশন বললেন কর্ণ।

কর্ণ জোহর। ছবি: কর্ণ জোহরের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

কর্ণ জোহর। ছবি: কর্ণ জোহরের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ১৪:১৭
Share: Save:

বি-টাউনের সেরা প্রযোজনা সংস্থাগুলির অন্যতম ‘ধর্মা প্রোডাকশনস্’। ঝুলিতে অসংখ্য সুপারহিট ছবি। অমিতাভ থেকে শাহরুখ। প্রীতি জিন্টা থেকে আলিয়া ভট্ট। সেরার স্বীকৃতি মিলেছে এই সংস্থার হাত ধরেই। অভিনয়, লোকেশন, সঙ্গীত, মেক-আপ। বড় পর্দা থেকে ছোট পর্দা। সবেতেই বরাবর একটু ‘হটকে’ বলেই নিজেকে প্রমাণ করেছে ‘ধর্মা প্রোডাকশনস্’। কিন্তু এগুলো কোনওটাই ‘ধর্মা প্রোডাকশনস্’ সেরা কীর্তি নয়। সেরার মুকুট লুকিয়ে ছিল অন্য কোথাও। সেটাই এতদিনে জানালেন খোদ কর্ণ জোহর। তাঁর দুই সন্তান যশ ও রুহি-কে ‘ধর্মা প্রোডাকশনস্’-এর সেরা প্রোডাকশন বললেন কর্ণ।

আরও পড়ুন, কিশোরী মেয়েটি এখন নায়িকা, চিনতে পারছেন?

বাবা যশ জোহরের মৃত্যুর পর এখন ছেলে কর্ণই ‘ধর্মা প্রোডাকশনস্’এর কর্তা। কিছুদিন আগেই সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হয়েছেন কর্ণ। সম্প্রতি একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে অভিভাবকত্ব নিয়ে বলতে গিয়ে কর্ণ বলেন ‘‘আমার এখনও বিশ্বাস হয় না ওরা আমার। আমার ক্ষেত্রে এটা অত্যন্ত ভয়ঙ্কর একইসঙ্গে প্রাণবন্ত। আমাকে বাবা ও মা দু’জনের ভূমিকাই পালন করতে হচ্ছে। রোজ সকালে উঠে ওদের দেখি এবং নিজেকে ধন্য মনে করি। ধর্মা প্রোডাকশনস্এর মাইলস্টোন যশ ও রুহি।’’ ❤️

❤️

‘যশ’ ও ‘রুহি’-র ঘর। কর্ণের বাড়িতে তাঁর দুই সন্তানের জন্য নার্সারি ডিজাইন করেন গৌরী খান। ছবি: গৌরী খানের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

শিশুদের পুষ্টি নিয়ে সেলেব্রিটি নিউট্রিশানিস্ট পূজা মাকিজার এই বই প্রকাশ অনুষ্ঠানে কর্ণের সঙ্গে যোগ দিয়েছিলেন শাহিদ কপূরের স্ত্রী মীরা রাজপুতও। অতিরিক্ত অভিভাবকত্বের খারাপ প্রভাব নিয়েও এ দিন উদ্বেগ প্রকাশ করেন কর্ণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE