অনিল কপূরের ছেলে হর্ষবর্ধন কপূরের নায়িকা হিসেবে বলিউড ডেবিউ করছেন মডেল সায়ামি খের। সৌজন্যে ‘মির্জেয়া’। এতদিন স্ট্রাগল করার পর মিলেছে বড়পর্দার সুযোগ। কিন্তু এই স্ট্রাগলিং পিরিয়ডেও কাস্টিং কাউচের সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। সেই অজানা কাহিনি শেয়ার করলেন নায়িকা স্বয়ং।
ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।