Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হোয়াটসঅ্যাপ ও সলমনের অভিযোগ

তাঁর পদবী খান। তিনি কট্টর মুসলিম। কিন্তু মুসলিম ভক্তদের সমর্থন ছাড়া কি তাঁর ছবি জনপ্রিয় হয় না? তিনি সলমন খান। সল্লু মিঞাঁই নাকি জানিয়েছেন, তাঁর ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করার পিছনে তাঁর মুসলিম ভক্তদেরই অবদান রয়েছে! এই ধরনের মন্তব্যই আপাতত ঘুরছে হোয়াটসঅ্যাপে।

নিজস্ব সংবাদদাতা
মুম্বই শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ২০:৩০
Share: Save:

তাঁর পদবী খান। তিনি কট্টর মুসলিম। কিন্তু মুসলিম ভক্তদের সমর্থন ছাড়া কি তাঁর ছবি জনপ্রিয় হয় না? তিনি সলমন খান। সল্লু মিঞাঁই নাকি জানিয়েছেন, তাঁর ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করার পিছনে তাঁর মুসলিম ভক্তদেরই অবদান রয়েছে! এই ধরনের মন্তব্যই আপাতত ঘুরছে হোয়াটসঅ্যাপে।

কিন্তু এই অদ্ভুত দাবি করেছেন কারা? জানা গিয়েছে একটি বৈদ্যুতিন মাধ্যমে নাকি এমনটাই দেখানো হচ্ছিল। আর তার ভিত্তিতেই ক্ষোভে ফেটে পড়েছেন নায়ক। তিনি মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে লিখিত অভিযোগও দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, এ ধরনের মন্তব্য তিনি কখনওই করেননি। তাঁকে ‘মিসকোট’ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বিষয়টি প্রথম নজরে আসে সলমনের। সেখানেই পাওয়া গিয়েছে এর স্ক্রিন শট। যা এখন সকলের হাতে হাতে ঘুরছে। তার পরই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কে বা কারা কী উদ্দেশে এ কাজ করল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে সামনে ঈদের সময় মুক্তি পাবে ‘বজরঙ্গি ভাইজান’। সেই ব্যবসায় ভাগ বসাতেই কি এই অদ্ভুত রটনা? বলিউডের একাংশ কিন্তু সে আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

salman khan bollywood actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE