দেশের প্রথম নিরামিষাশী ‘বডি বিল্ডার’ বরিন্দর সিংহ ঘুম্মন প্রয়াত। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। তিনি সলমন খান ছাড়াও আমির খান, অজয় দেবগনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন। মাসকয়েক ধরে কাঁধের যন্ত্রণায় ভুগছিলেন। অস্ত্রোপচার করাতে হাসপাতালে যান। কিন্তু সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিয়মিত শরীরচর্চা করতেন বরিন্দর। সেই মুহূর্তের ভিডিয়োও ভাগ করে নিতেন সমাজমাধ্যমে। শরীরচর্চা করতে গিয়েই কাঁধে চোট পান ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ‘বডি বিল্ডার’। ২০০৯ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাব জিতেছিলেন। এ ছাড়াও ‘মিস্টার এশিয়া’র প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।
পঞ্জাবের গুরদাসপুর জেলার বাসিন্দা বরিন্দর জলন্ধর শহরে থাকতেন এবং সেখানেই তাঁর নিজস্ব জিম ছিল। এ ছাড়াও মাসকয়েক আগে নিজের একটি ইউটিউব চ্যানেলও খোলেন তিনি। ‘টাইগার ৩’ ছবিতে সলমনের বিপরীতে একটি অ্যাকশন দৃশ্যে দেখা যায় তাঁকে। যেখানে প্রায় আস্ত কামান তুলে নেন হাতে। অভিনেতার এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া অনুরাগীদের মধ্যে।