Advertisement
E-Paper

অনেক যৌন হেনস্থা করেছেন বচ্চন, এ বার সেই মহিলারা এগিয়ে এসে বলুন, বিস্ফোরক স্বপ্না ভাবনানি

স্বপ্নার টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে বলিউডে। অমিতাভের নাম না করে তিনি লিখেছেন, ‘‘বচ্চনের বিরুদ্ধে যৌন হেনস্থার বহু ঘটনা ব্যক্তিগত ভাবে আমি জানি।আমি আশা করব, সেই মহিলারা এ বার অন্তত মুখ খুলবেন। ওঁর ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি...।’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ১৩:৫৫
অমিতাভ এবং স্বপ্না।

অমিতাভ এবং স্বপ্না।

বলিউডের #মিটু আন্দোলন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অমিতাভ বচ্চন। নীরবতা ভেঙে দিন দুয়েক আগে নিজের জন্মদিনে তিনি বলেছিলেন, ‘‘কোনও মহিলাই যেন দুর্ব্যবহার বা অবাঞ্ছিত আচরণের শিকার নাহন। বিশেষ করে তাঁর কর্মক্ষেত্রে।’’ কিন্তু তিরটা যে তাঁর দিকেই ঘুরে যাবে, তাঁকেও যে নিশানা হতে হবে তা বোধহয় ভাবেননি বিগ বি। কারণ এ বার #মিটু নিয়ে অমিতাভকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বলিউডের হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভাবনানি।

স্বপ্নার টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে বলিউডে। তিনি লিখেছেন, ‘‘বচ্চন যৌন হেনস্থা করেছেন, এমন বহু ঘটনা আমি শুনেছি। আমি আশা করব, সেই মহিলারা এ বার অন্তত মুখ খুলবেন। ওঁর ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি...।’

অমিতাভের নাম না করলেও, স্বপ্নার আক্রমণের নিশানা যে তিনিই, তা এক প্রকার স্পষ্ট। কারণ সদ্য নিজের জন্মদিনে #মিটু নিয়ে অমিতাভ মুখ খোলার পরই স্বপ্না লিখেছিলেন, ‘‘এটা সব চেয়ে বড় মিথ্যে। স্যর, ‘পিঙ্ক’ মুক্তি পেয়ে চলেও গিয়েছে। আপনার আন্দোলনকারী ভাবমূর্তিটাও দ্রুত উধাও হয়ে যাবে। আপনার সত্যিটা শীঘ্রই সামনে আসবে। আশা করি, আপনি (দুশ্চিন্তায়) হাত কামড়াচ্ছেন, কারণ, নখ আর অবশিষ্ট নেই।’’

আরও পড়ুন, ঘরে যাওয়ার পর সাজিদ পোশাক খুলতে বলেছিল... বিস্ফোরক র‌্যাচেল

কিন্তু অমিতাভকে নিশানা করার সাহস দেখালেন যে স্বপ্না, তিনি কে? ৪৭ বছরের এই মহিলা পেশায় হেয়ার স্টাইলিস্ট। মুম্বইয়ের এই বাসিন্দা নিজেকে নারীবাদী বলতে পছন্দ করেন। ছবি তোলা, ব্লগ লেখা তাঁর শখ। নিজের প্রোডাকশন হাউসও রয়েছে। ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো-এ অংশ নিয়েছিলেন। আবার ‘প্যায়ার কা সাইড এফেক্টস’, ‘আগলি অউর পাগলি’র মতো সিনেমায় অভিনয়ও করেছেন।

কিন্তু প্রশ্ন হল, স্বপ্নার এ হেন অভিযোগের পর বলি মহল কি আদৌ কাঠগড়ায় দাঁড় করাবে অমিতাভকে? শুধু স্বপ্নাই নন, এক চলচ্চিত্র সাংবাদিক, যাঁর টুইটার হ্যান্ডল রোজি রোটি নামে, তিনিও সমর্থন করেছেন স্বপ্নাকে। তিনি টুইট করেন, ‘বচ্চনের দুর্ব্যবহারের বহু ঘটনা সাংবাদিকদের কাছে শুনেছি। কিন্তু এগুলো এমনই ঘটনা যেগুলো প্রকাশ্যে বলা যায় না। তবু কিছুটা বলে এই ঘটনাগুলো বন্ধের চেষ্টা তো করা যায়...।’

এতদিন পর্যন্ত #মিটু আন্দোলনে একের পর এক সমালোচনার মুখে পড়েছেন নানা পটেকর, বিকাশ বহল, রজত কপূরের মতো তারকারা। এ বার কি অমিতাভের পালা? প্রশ্নটা তুলে দিয়েছেন স্বপ্না ভাবনানিরা।

Sapna Bhavnani MeToo Amitabh Bachchan Sexual Abuse Bollywood Celebrities অমিতাভ বচ্চন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy