Advertisement
০২ নভেম্বর ২০২৪

শাহরুখ-সলমন রিলিজ সংঘাত

খান-সং‌‌‌ঘর্ষ ঘটে ঘটবে, তার জন্য আগে থেকে ঠিক করে রাখা রিলিজ-ডেট বদলাতে পারবেন না— জানিয়ে দিলেন রিতেশ সিধবানি। ‘দিল চাহতা হ্যায়’, ‘রক অন’, ‘তলাশ’ ইত্যাদি ছবির প্রযোজক রিতেশ জানালেন, গত ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা করেছিলেন, শাহরুখ খানের ছবি ‘রইস’ মুক্তি পাবে ২০১৬-এর ইদে। ওই একই সময়ে মুক্তি পাচ্ছে সলমন খানের ‘সুলতান’।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০০:০২
Share: Save:

খান-সং‌‌‌ঘর্ষ ঘটে ঘটবে, তার জন্য আগে থেকে ঠিক করে রাখা রিলিজ-ডেট বদলাতে পারবেন না— জানিয়ে দিলেন রিতেশ সিধবানি। ‘দিল চাহতা হ্যায়’, ‘রক অন’, ‘তলাশ’ ইত্যাদি ছবির প্রযোজক রিতেশ জানালেন, গত ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা করেছিলেন, শাহরুখ খানের ছবি ‘রইস’ মুক্তি পাবে ২০১৬-এর ইদে। ওই একই সময়ে মুক্তি পাচ্ছে সলমন খানের ‘সুলতান’। দুই ব্লকবাস্টারের ছবি একযোগে মুক্তি পেলে বক্স অফিস ক্ল্যাশের আশঙ্কা থাকেই। কিন্তু তার জন্য তিনি কিছুতেই ‘রইস’-এর মুক্তির তারিখ বদলাতে পারবেন না। ফরহান আখতার, গৌরী খানের সঙ্গে এক্সেল এন্টারটেনমেন্ট ও রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে ‘রইস’ প্রযোজনা করছেন রিতেশ।
অন্য দিকে, আদিত্য চোপড়ার প্রযোজনায়, আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’-এর শুটিং শুরু হবে নভেম্বরে। এর আগেও ‘করণ’ এবং ‘অর্জুন’-এর বক্স অফিসে ক্ল্যাশ ঘটেছিল ২০০৬-এর দিওয়ালিতে ‘ডন’ আর ‘জানেমন’-এর মুক্তির বেলায়।

তবে, এমনটা সাধারণত হয় না। নিজেদের ছবির মুক্তির সময় নিয়ে খান-ত্রয়ের মধ্যে পছন্দের ব্যাপার রয়েছে। সাধারণত সলমন ইদ, শাহরুখ দিওয়ালি আর আমির ক্রিসমাস পছন্দ করেন। ক্ল্যাশ তাঁরা এড়িয়েই যেতে চান। কিন্তু, কলিশন ঘটে গেলে কী আর করার আছে!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE