‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘রাম জানে’, ‘ইয়েস বস’, ‘ডুপ্লিকেট’— না! পর পর সিনেমার নাম লিখে আপনাকে বোর করছি না। একটু ভাবলেই বুঝতে পারবেন, এই সিনেমাগুলোর মধ্যে একটা বিশেষ মিল রয়েছে। গেস করতে পারছেন?
আরও পড়ুন, বাড়ির লক্ষ্মীপুজোয় লাইভ আড্ডা দিলেন অপরাজিতা
ঠিকই ধরেছেন। প্রত্যেক ছবিতেই একই জুটিকে বড়পর্দায় দেখেছেন দর্শক। শাহরুখ খান এবং জুহি চাওলা। একটা সময় ইন্ডাস্ট্রিকে একের পর এক বক্স অফিস হিট দিয়েছে এই জুটি। ফের তাঁরা স্ক্রিন শেয়ার করবেন বলে খবর। বলি সূত্রে জানা গিয়েছে, পরিচালক আনন্দ এল রাইয়ের পরের ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ। সেখানেই একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে জুহিকে। শোনা যাচ্ছে, এক সঙ্গে শুটিংও করেছেন তাঁরা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।
আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় ফের উত্তাপ ছড়ালেন নভ্যা
এই ছবিতে বামনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। জুহি ছাড়াও সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কইফ। ২০১২ সালে যশরাজ ফিল্মসের ‘যব তক হ্যায় জান’এর পর ফের এই ছবিতে তিন জনকে এক সঙ্গে দেখা যাবে।