হ্যাপি বার্থ ডে আব্রাম।
আজ চার বছরে পা দিল খান পরিবারের ছোট সদস্য। ‘ড্যাডি কুল’ শাহরুখ খান কী ভাবে সেলিব্রেট করবেন সে দিকে তাকিয়ে গোটা বলিউড। গ্র্যান্ড পার্টির জন্য সকলে ওয়েট করছেন।
কিন্তু না! হোস্ট যখন বলি বাদশা তখন ছেলের জন্মদিনের সেলিব্রেশন যে একটু অন্যরকম হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই আব্রামের জন্মদিন সেলিব্রেট হল মাটি থেকে ৩০ হাজার ফুট ওপরে।