Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ জানুয়ারি ২০২২ ই-পেপার

বিনোদন

শাহরুখের দিওয়ালি পার্টিতে কালো শিফনে হিল্লোল সুহানার

সংবাদ সংস্থা
মুম্বই ০৪ নভেম্বর ২০১৮ ১৬:৫৫
দিন দু’য়েক আগে ৫৩ বছরের জন্মদিনের কেক কেটেছেন। বলিউড বাদশার মধ্য রাতের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন পরিবার এবং একেবারে ঘনিষ্ঠ বন্ধুরা। এ বার সেই মন্নতেই দিওয়ালি পার্টি দিলেন শাহরুখ খান। বাবার দেওয়া পার্টিতে কালো শিফনে হিল্লোল তুললেন সুহানা খান। আর কারা ছিলেন পার্টিতে? দেখে নেওয়া যাক।

শাহরুখ খান ও গৌরী প্রতি বছরের মতোই আয়োজন করেছিলেন দিওয়ালি পার্টির। এলেন অসংখ্য তারকা। পার্টিতে মাত করলেন তাঁদের কন্যা সুহানা। দীপাবলির ফ্যাশনে এগিয়ে থাকলেন শাহরুখ কন্যা।
Advertisement
সুহানার কালো জারদৌসি শিফন আর ব্লাউজের ডিজাইনে মুগ্ধ বি টাউন। মায়ের পাশাপাশি সুহানার পোশাক নির্বাচনের প্রশংসা করলেন প্রত্যেকে।

এলেন আলিয়া ভট্ট। শর্ট ক্রপ টপের সঙ্গে কালো লেহঙ্গায় পোজ দিলেন পাপারাজ্জিদের সামনে। সঙ্গে ছিলেন কর্ণ জোহরও।
Advertisement
করিনাকে গাড়িতে এক ঝলক দেখেই তাঁর জুয়েলারি নিয়ে রীতিমতো আলোচনায় সরগরম বি টাউন।

কাজলের সঙ্গে শাহরুখের এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। দিওয়ালি পার্টির সেরা ছবি বলছেন অনেকেই।

সারা আলি খান লেহঙ্গায় ধরা দিলেন ক্যামেরার সামনে। সারাকে অসম্ভব সুন্দর লাগছে, বলছেন প্রত্যেকেই।

রণবীর সিংহ, অর্জুন কপূর, সিদ্ধার্থ মলহোত্র—সব্বার এক সঙ্গে পার্টি করার দৃশ্য ক্যামেরাবন্দি হতেই পোস্ট হল সোশ্যাল মিডিয়ায়। পড়ল অসংখ্য লাইক।

কালো লেহঙ্গায় অনন্যা শ্রদ্ধা কপূরকে দেখা গেল এক্কেবারে ন্যুড মেক-আপে। ছিল স্মোকি আইজ।

অনন্যা পাণ্ডেকে লাগছিল চমৎকার। বলিউডের এই স্টার কিডও এসেছিলেন প্রিয় বন্ধুর বাড়ির পার্টিতে।

বিদ্যা বালন, তাঁর স্বামী সিদ্ধার্থ ও শাহরুখকে এক সঙ্গে ফ্রেমবন্দি করলেন পাপারাজ্জিরা।

জ্যাকলিনও পরেছিলেন ডিজাইনার জারদৌসি। সি থ্রু জারদৌসি বলছেন অনেকেই!

প্রিয় শাহের বাড়িতে একটু বেশি রাতে এলেন আমির। দেখা গেল গাড়ি থেকে নামতে।