‘ধুরন্ধর’ নিয়ে আলোচনা সর্বত্র। ছবিতে প্রত্যেকের অভিনয় উচ্চ প্রশংসিত হচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন অক্ষয় খন্না। ‘রেহমান বালোচ’-এর চরিত্রে অভিনয় করেছেন এবং একটি গানে অক্ষয়ের উপস্থিতি নিয়ে হইহই পড়ে গিয়েছে। এ বার অক্ষয়েক চরিত্র নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করলেন স্মৃতি ইরানি।
আদিত্য ধরের পরিচালিত ছবি দেখে মুগ্ধ স্মৃতি। বিশদে ছবি নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ। অক্ষয়ের জন্য আলাদা করে উচ্ছ্বসিত তিনি। ‘তিস মার খান’ ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয়। সেই ছবির একটি হাসির দৃশ্য সমাজমাধ্যমে ভাগ করে নেন স্মৃতি। ওই ছবিতে এক কৌতুকাভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। সেই কৌতুকাভিনেতা ‘অস্কার’ পাওয়ার দৌড়ে মুখিয়ে থাকে। এমনই একটি দৃশ্য ভাগ করে নিয়ে স্মৃতি রসিকতা করে লিখেছেন, “অক্ষয় সমস্ত প্রত্যাশা পার করে ফেলেছেন। এ বার ওকে অস্কার দিয়ে দাও।”
আরও পড়ুন:
রেহমান বালোচের চরিত্রে অক্ষয়ের অভিনয় দেখে মুগ্ধ স্মৃতি। কিছু দিন আগেই ছবির পরিচালক আদিত্য ধর এবং অভিনেতা সঞ্জয় দত্ত, রণবীর সিংহ, আর মাধবন, অক্ষয় ও অর্জুন রামপালের ছবি ভাগ করে নিয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন পদ্মশিবিরের নেত্রী। সেই পোস্টেই দেশের শহিদ সেনাদের শ্রদ্ধা জানান তিনি।
উল্লেখ্য, ছবিতে দেখানো হয়েছে, পাকিস্তানের লিয়ারি শহরে চলা গ্যাংস্টারদের নানা ঘটনা। এর পাশাপাশি উঠে এসেছে মুম্বইয়ে চলা ২০০৮ সালে ২৬ নভেম্বরের ঘটনা। সেই দৃশ্য যে ভাবে দেখানো হয়েছে, তা নিয়েও আলোচনা হচ্ছে। অধিকাংশ দর্শকের মত, এই দৃশ্য খুবই রোমহর্ষক।