রেহমান বালোচের চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন অক্ষয় খন্না। বরাবর প্রচারের আলো এড়িয়ে এসেছেন তিনি। অভিনেতা হিসাবে প্রশংসিত হলেও এমন রূপে আগে তাঁকে কখনও দেখা যায়নি। তাই অবাক হয়েছেন অনুরাগীরা। তার পর থেকেই অভিনেতা সম্পর্কে নানা তথ্য উঠে আসছে। স্বভাবে অন্তর্মুখী অভিনেতা স্কুলজীবনে কেমন ছিলেন? এ বার তা প্রকাশ্যে এল।
অক্ষয় খন্নার স্কুলের এক সহপাঠী মুখ খুলেছেন। অভিনেতার নিজেকে জাহির করার কোনও প্রবণতা কোনও দিনই ছিল না। দৃষ্টি আকর্ষণ করার জন্য আলাদা করে কিছু করতেন না তিনি। কিন্তু তাও স্কুলে অনেকের মনে জায়গা করে নিয়েছিলেন বিনোদ খন্নার পুত্র।
উটির লরেন্স স্কুল লাভডেল-এ পড়তেন অক্ষয়। অভিনেতার সহপাঠী সাইরা শাহ হালিম লিখেছেন, “লরেন্স স্কুল লাভডেল-এর সত্যিকারের ‘হার্টব্রেক কিড’ ছিলেন অক্ষয়। আমি আগে এটা কখনও বলিনি। আমাদের চেয়ে কয়েক বছর (ব্যাচ) আগের ছাত্র ছিলেন অক্ষয়।” সাইরা জানিয়েছেন, বিনোদ-পুত্র তাঁদের স্কুলে পড়েন, এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়েছিল।
আরও পড়ুন:
একাদশ শ্রেণিতে সেই স্কুলে যোগ দিয়েছিলেন অক্ষয়। সকলেই চিন্তিত ছিলেন, নতুন এই পড়ুয়া কেমন হবেন? সাইরা লিখেছেন, “আমরা সবাই ওঁকে দেখার জন্য মুখিয়ে ছিলাম। ওঁকে কেমন দেখতে, সেটা দেখার জন্য অপেক্ষা করেছিলাম।”
তবে অক্ষয়কে সামনাসামনি দেখার পরে ধারণা বদলে গিয়েছিল স্কুলের পড়ুয়াদের। কোনও তারকাসুলভ আচরণ ছিল না অক্ষয়ের মধ্যে। শান্ত ছিলেন, তবে আত্মবিশ্বাসের অভাব ছিল না। সাইরা স্মৃতিচারণ করে লিখেছেন, “পরের দু’বছর প্রতিদিন ওঁকে আমরা দেখতাম। স্কুল চত্বরে হেঁটে বেড়াতেন। স্কুলের ‘ক্রাশ’ ছিলেন অক্ষয়। কারও নজর কাড়ার জন্য তাঁকে কিছু করতে হত না। ওঁকে এমনিই সবাই খুব পছন্দ করত।”
অক্ষয়কে নিয়ে স্কুলে সকলের খুব কৌতূহল ছিল। নিজের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতেন অভিনেতা। স্কুল থেকেই ‘রহস্যময়’ ভাবমূর্তি ছিল তাঁর। কিন্তু দূর থেকে তাঁকে অনেকেই নাকি খুব পছন্দ করতেন।