‘ধুরন্ধর’ ছবি নিয়ে ভারত ও পাকিস্তান— দুই দেশেই আলোচনা তুঙ্গে। মুখ্য চরিত্রে রণবীর সিংহ। যদিও বেশি আলো কেড়েছেন অক্ষয় খন্না। ছবিতে ‘রহমান ডাকাত’ চরিত্রটির জন্য উচ্চ প্রশংসিত অভিনেতা। তার চেয়েও বেশি প্রশংসিত এই ছবিতে তাঁর ‘এফএ৯এলএ’ নাচ। এই ছবিতে তাঁর অভিনয় দক্ষতার জন্য ‘অস্কার’ পাওয়া উচিত বলে দাবি করেছেন স্মৃতি ইরানি। যদিও কোনও জিনিস যে সহজ হয় না তার প্রমাণ অক্ষয়। এই ছবির সেটে সহ অভিনেত্রী সৌম্যা টন্ডনের হাত সাত বার থাপ্পড় খান অভিনেতা।
আরও পড়ুন:
অক্ষয় ও সৌম্যার একটি দৃশ্য রয়েছে, যেখানে দুই গ্যাংয়ের মধ্যে বড় ছেলেকে হারিয়েছেন তাঁরা। ছেলের মৃত্যুসংবাদ পেয়ে ছুটে আসেন সৌম্যা। যদিও ছেলের মৃত্যুর জন্য স্বামী অক্ষয়কেই দায়ী করেন তিনি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে অক্ষয়ের গালে চড় মারবেন। এমনই ঠিক হয় শুটিংয়ে। তবে অক্ষয়কে চড় মারতে সৌম্যার বাধো বাধো ঠেকছিল। কিছুতেই মারতে পারছিলেন না। তার পর যখন সাহস করে মারতে শুরু করেন, তখন অক্ষয় বার বার শটটি নতুন করে নিতে বলেন পরিচালককে।
সৌম্যার কথায়, ‘‘আদিত্য (ধর) ও অক্ষয় দু’জনেই চেয়েছিল সিনটা যাতে বাস্তবধর্মী মনে হয়। সেটা মাথায় রেখেই একের পর এক চড় মারতে বলেন। প্রতিটা চড়ের পর অক্ষয় রিটেক চায়। শেষে সাত নম্বরে মনের মতো শট পেতেই থামতে বলে।’’