Advertisement
E-Paper

আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে কার সঙ্গে সেলফি তুলতে চাইলেন শাহরুখ?

মঙ্গলবার সুইত্জারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ডে বিশেষ সম্মান পেয়েছেন অভিনেতা। শিশু ও মহিলাদের প্রতি তাঁর সেবামূলক কাজের জন্য ‘দ্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’-এর তরফে ক্রিস্টাল পুরস্কারে সম্মানিত করা হয়েছে শাহরুখকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ১০:৩৮
পুরস্কৃত শাহরুখ। ছবি— রয়টার্স।

পুরস্কৃত শাহরুখ। ছবি— রয়টার্স।

বলিউডের সুপারস্টার শাহরুখ খানতাঁকে এক ঝলক দেখার জন্য ‘মন্নত’-এর বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ভক্তরা। কিন্তু তিনি কার ফ্যান জানেন?

মঙ্গলবার সুইত্জারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ডে বিশেষ সম্মান পেয়েছেন অভিনেতা। শিশু ও মহিলাদের প্রতি তাঁর সেবামূলক কাজের জন্য ‘দ্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’-এর তরফে ক্রিস্টাল পুরস্কারে সম্মানিত করা হয়েছে শাহরুখকে।

শাহরুখের সঙ্গে এ দিন সঙ্গীতশিল্পী স্যর এল্টন জন এবং অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেটকেও পুরস্কৃতকরা হয়েছে। পুরস্কার পেয়ে শাহরুখ বলেন, ‘‘এই সম্মানেআমি গভীর ভাবে কৃতজ্ঞ। একই মঞ্চে পুরস্কৃত করা হয়েছে স্যর এল্টন জন এবং কেট ব্ল্যানচেটের মতো দুই অসাধারণ মানুষকে। এটা আমার কাছে সত্যিই গর্বের।’’

বাঁ-দিক থেকে শাহরুখ খান, স্কোয়াব ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিলদে স্কোয়াব, কেট ব্ল্যানচেট এবং স্কোয়াব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্লজ স্কোয়াব। ছবি— রয়টার্স।

এই পুরস্কার মঞ্চেইঅভিনেত্রী কেট ব্ল্যানচেটের সঙ্গে সেলফি তোলার আবদার করেন শাহরুখ। নিজের স্বভাবসিদ্ধ মেজাজে বলেন, ‘‘এই ছবি দেখে আমার ছেলেমেয়েরা হিংসে করবে।’’ শাহরুখের এমন কথায় তখন হাসিতে ফেটে পড়ছিলেন দর্শকরা।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, চতুর্থ সন্তানের ‘আকাঙ্ক্ষা’ শাহরুখের?

আরও পড়ুন, চিনে বাজিমাত ‘সিক্রেট সুপারস্টার’-এর, দু’দিনে রোজগার ১১০ কোটি

আসলে ৪৮ বছরের অস্ট্রেলীয় অভিনেত্রীর গুণমুগ্ধ শাহরুখ। সে কারণেই হয়তো নিজের প্রিয় তারকাকে কাছে পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতা। জনসমক্ষেই করে বসেছেন ‘সেলফি’র আবদার।

শেষ পর্যন্ত সেই ছবি তোলা হয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি।

Shah Rukh Khan Film Actor Bollywood Celebrities World Economic Forum Davos Crystal Award Elton John Cate Blanchett শাহরুখ খান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy