বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তাঁকে এক ঝলক দেখার জন্য ‘মন্নত’-এর বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ভক্তরা। কিন্তু তিনি কার ফ্যান জানেন?
মঙ্গলবার সুইত্জারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ডে বিশেষ সম্মান পেয়েছেন অভিনেতা। শিশু ও মহিলাদের প্রতি তাঁর সেবামূলক কাজের জন্য ‘দ্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’-এর তরফে ক্রিস্টাল পুরস্কারে সম্মানিত করা হয়েছে শাহরুখকে।
শাহরুখের সঙ্গে এ দিন সঙ্গীতশিল্পী স্যর এল্টন জন এবং অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেটকেও পুরস্কৃতকরা হয়েছে। পুরস্কার পেয়ে শাহরুখ বলেন, ‘‘এই সম্মানেআমি গভীর ভাবে কৃতজ্ঞ। একই মঞ্চে পুরস্কৃত করা হয়েছে স্যর এল্টন জন এবং কেট ব্ল্যানচেটের মতো দুই অসাধারণ মানুষকে। এটা আমার কাছে সত্যিই গর্বের।’’