গত শনিবার চার বছরে পা দিয়েছে আব্রাম। বাড়ির খুদে সদস্যের জন্মদিনে যে সেলিব্রেশন হবেই তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এ বার সেই সেলিব্রেশনের ছবি অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খোদ শাহরুখ খান।
আরও পড়ুন, প্রকাশ্যে শুভশ্রীকে রাজ বললেন, ‘লভ ইউ’?
আসলে ছবিটি দিয়েছেন গৌরি খান। সেটাই শাহরুখ পরে ওয়েব মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে সুহানার কোলে রয়েছে আব্রাম। দেখেই মনে হচ্ছে সে পার্টি করে ক্লান্ত। ক্যাপশনেও রয়েছে সেই ইঙ্গিত। গৌরি লিখেছেন, ‘…জেমিনি গর্জিয়াসনেস’। আসলে আব্রাম এবং সুহানা দু’জনেই জেমিনি। দিন কয়েক আগেই ছিল সুহানার জন্মদিন।