খুশির হাওয়া খান পরিবারে। ছেলে আরিয়ান ঘরে ফিরতেই উৎসবের আমেজ শাহরুখের অট্টালিকায়। আলো ঝলমলে ‘মন্নত’-এ যেন দীপাবলি এসে গিয়েছে সময়ের আগেই। দিন কয়েক আগেও কিন্তু এমন পরিবেশ ছিল না। আরিয়ানের জামিন ঘিরে অনিশ্চয়তা থাকায় ঠিক হয়েছিল—উৎসব উদ্যাপন হবে না বাড়িতে।
শেষমেশ শাহরুখের জন্মদিনের ঠিক দু’দিন আগেই ঘরে ফিরলেন আরিয়ান। অনুরাগী মহলে প্রশ্ন— কঠিন সময় পেরিয়ে কী ভাবে নিজের এই বিশেষ দিন উদ্যাপন করবেন ‘বাদশা’? বারান্দায় এসে কি হাত নাড়বেন চিরাচরিত ভঙ্গিতে?