Advertisement
২২ জুন ২০২৪

হনিমুনে কোথায় গেলেন শাহিদ?

ধুমধাম করে বিয়ে সেরেছেন সম্প্রতি। এ বার পালা হনিমুনের। সেই উপলক্ষেই লন্ডন উড়ে গেলেন শাহিদ কপূর এবং মীরা রাজপুত। তাঁদের হনিমুনের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করলেন নায়ক নিজেই। যেখানে দেখা যাচ্ছে একই রকম সাদা টি-শার্টে সেজেছেন নবদম্পতি।

শাহিদের সেই সেলফি। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

শাহিদের সেই সেলফি। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ১২:৩৬
Share: Save:

ধুমধাম করে বিয়ে সেরেছেন সম্প্রতি। এ বার পালা হনিমুনের। সেই উপলক্ষেই লন্ডন উড়ে গেলেন শাহিদ কপূর এবং মীরা রাজপুত। তাঁদের হনিমুনের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করলেন নায়ক নিজেই। যেখানে দেখা যাচ্ছে একই রকম সাদা টি-শার্টে সেজেছেন নবদম্পতি।

গত ৭ জুলাই চার হাত এক হয়েছে। তার পরই বেরিয়ে পরার ইচ্ছে থাকলেও পেশার চাপে তা হয়ে ওঠেনি। আসন্ন ছবি ‘শানদার’এ আলিয়া ভট্টের সঙ্গে জুটি বেঁধেছেন শাহিদ। বিয়ের পর পরই তার প্রোমশনের কাজে ব্যস্ত ছিলেন তিনি। সামনেই এই ছবির ট্রেলার মুক্তি পাবে। তাই শেষ মুহূর্তের ব্যস্ততায় হনিমুনের দিন পিছতে বাধ্য হন বলিউডের ‘হায়দার’।

অন্য কমিটমেন্টও ছিল শাহিদের। একটি জনপ্রিয় নাচের রিয়ালিটি শো-তে পরিচালক কর্ণ জোহর, কোরিওগ্রাফার গণেশ হেডজ এবং লাউরেন গোটলিয়েবের সঙ্গে বিচারকের দায়িত্ব সামলান তিনি। বিয়ের অনুষ্ঠানের জন্য বাকি পড়েছিল তার শুটিংও। তাই বিয়ের পর তড়িঘড়ি সে সব কাজ শেষ করেন তিনি।

তবে এ বার কিছু দিনের ছুটি। বিদেশে স্ত্রীয়ের সঙ্গে একান্ত কিছু মুহূর্ত কাটাবেন অভিনেতা। যদিও হনিমুন থেকে ফিরেই ফ্লোরে যাবেন নায়ক। কারণ পরিচালক অভিষেক চৌবের ‘উড়তা পঞ্জাব’এর কাজ এখনও শেষ হয়নি। তাই চুটিয়ে ছুটি উপভোগ করার পর ফের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’এর দরজায় কড়া নাড়বেন শাহিদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE