Advertisement
১৪ অক্টোবর ২০২৪

শাহরুখ-কাজলের চুমু ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

শাহরুখ-কাজলের অনস্ক্রিন রোম্যান্স এককথায় বক্স অফিসের হটকেক। এ বার তাঁদের অনস্ক্রিন চুমু ভাইরাল হল সোশাল মিডিয়ায়। আবার সেই চুমুও নাকি ভুলবশত হয়ে গিয়েছিল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১০
Share: Save:

শাহরুখ-কাজলের অনস্ক্রিন রোম্যান্স এককথায় বক্স অফিসের হটকেক। এ বার তাঁদের অনস্ক্রিন চুমু ভাইরাল হল সোশাল মিডিয়ায়। আবার সেই চুমুও নাকি ভুলবশত হয়ে গিয়েছিল।

বিষয়টা ঠিক কী?

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে পরিচালক রোহিত শেঠির দিলওয়ালে। ছবির একটি গান ‘টুকুর টুকুর’ শুটিংয়ের সময় নাকি এই ঘটনা ঘটে। গানের দৃশ্যে কাজলের গালে কী ভাবে চুম্বন করতে হবে, তা শুটিংয়ের আগে দেখিয়ে দেওয়া হয়েছিল শাহরুখকে। কিন্তু শুটিংয়ের সময় কাজল ভুল করে শাহরুখের দিকে ঘুরে যান। আর ভুল করে কাজলকে ‘লিপ-কিস’ করে ফেলেন বলিউ়়ড বাদশা। চলতি মাসের গোড়ায় ইউটিউবে ‘টুকুর টুকুর’-এর মেকিংয়ের ভিডিও দেওয়া হয়েছে। আর তার পর থেকেই শাহরুখ-কাজলের চুমু সোশাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন- শরীরি-প্রেমের দৃশ্যে ‘হেট স্টোরি’কেও হার মানাল ‘ইশক জুনুন’

বলিউডে খবর, এই ঘটনার জন্য পরে কাজলের কাছে ক্ষমা চেয়েছিলেন শাহরুখ। কাজলও বুঝতে পেরেছিলেন ঘটনাটি মোটেই ইচ্ছাকৃত নয়। কিন্তু তাঁদের এই চুমু ভাইরাল হয়ে যাওয়াটা নাকি কেউই ভালভাবে দেখছেন না। নীচের ভিডিওতে দেখুন সেই চুমুর দৃশ্য।

অন্য বিষয়গুলি:

dilwale shahrukh khan kajol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE