Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Shah Rukh Khan

কোহালির বায়োপিকে অভিনয় করবেন শাহরুখ?

উত্তরে শাহরুখ বলেছেন, ‘যব হ্যারি মেট সেজাল ছবিতে আমার দাড়ি ছিল। তখন কিন্তু আমাকে বিরাটের মতোই লাগছিল।’

কোহালির বায়োপিকে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন শাহরুখ খান।

কোহালির বায়োপিকে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন শাহরুখ খান।

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ২০:২৬
Share: Save:

ভারত অধিনায়ক বিরাট কোহালির বায়োপিকে অভিনয় করতে চান বলিউডের বাদশা শাহরুখ খান। সম্প্রতি নিউজ চ্যানেলের প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন তিনি। তাঁর পূর্ববর্তী ছবি ‘যব হ্যারি মেট সেজাল’ এ তাঁকে কোহালির মতো দেখতে লাগছিল বলেও জানিয়েছেন তিনি।

‘জিরো’ সিনেমা নিয়ে ওই নিউজ চ্যানেলের আড্ডায় উপস্থিত ছিলেন শাহরুখ খান ও বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। সেখানে কিং খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘কোন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে চান আপনি?’ এই প্রশ্নের জবাবেই, বিরাট কোহালির চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

আড্ডায় উপস্থিত অনুষ্কা বলে ওঠেন, ‘কিন্তু তোমাকে তো দাড়ি রাখতে হবে।’ উত্তরে শাহরুখ বলেছেন, ‘যব হ্যারি মেট সেজাল ছবিতে আমার দাড়ি ছিল। তখন কিন্তু আমাকে বিরাটের মতোই লাগছিল।’

আরও পড়ুন: ‘জাগো দুর্গা’ বাজবে বছর বছর, শুধু থেমে গেল দ্বিজেনের কণ্ঠ

তবে বিরাটের বায়োপিক হলে বিরাট-পত্নীর ভূমিকায় নিজের পছন্দের কথাও জানিয়েছেন তিনি। শাহরুখের মতে, ক্যাটরিনাকে অনেকটা অনুষ্কার মতো দেখতে। তাই ক্যাটরিনাই তাঁর প্রথম পছন্দ।

এর আগে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে মাহির চরিত্রে অভিনয় করেছিলেন বলি তারকা সুশান্ত সিংহ রাজপুত। তিরাশির বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবের বায়োপিকে অভিনয় করছেন অভিনেতা রণবীর সিংহ। তাই কি আড্ডায় বায়োপিকের প্রসঙ্গ উঠতেই নিজের পছন্দের কথা আগে ভাগে জানিয়ে রাখলেন বলিউড বাদশা?

আরও পড়ুন: ঘরের চাল ছাওয়ার সংস্থান নেই... ইন্ডিয়ান আইডলে প্রথম হলেন সলমন

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shah Rukh Khan Virat Kohli SRK Play Kohli's Role
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE